বোগোতা : শতাব্দি-শতাব্দি ধরে সমুদ্রের তলদেশে লুকিয়ে ছিল ১৭০০ কোটি মার্কিন ডলার মূল্যের সোনাদানা।
সুমদ্রের গভীরে মিলল খাজানোর খোঁজ। কলম্বিয়ার ক্যারিবিয়ান উপকূলের কাছেই সন্ধান পাওয়া গেল দুটি ডুবে যাওয়া জাহাজের।
'দ্য নিউজউইক ম্যাগাজিন'-র প্রতিবেদন অনুযায়ী, সেখানে লুকিয়ে রয়েছে অন্তত ১৭০০ কোটি মার্কিন ডলারের সোনা। বিখ্যাত স্পেনীয় রণতরী ‘সান হোসে’ যেখানে ডুবে গিয়েছিল, ঠিক তার কাছেই এই জাহাজ দুটির ধ্বংসাবশেষ মিলেছে।
VIDEO: Colombia's army and government share unprecedented images of the legendary San Jose galleon shipwreck, hidden underwater for three centuries and believed to have been carrying riches worth billions of dollars in today's money pic.twitter.com/J6yFMHWxqd
— AFP News Agency (@AFP) June 10, 2022
প্রসঙ্গত ১৭০৮ সালে স্পেনীয় রণতরী 'সান হোসে'- কে ডুবিয়ে দিয়েছিল বিট্রিশরা। জানা গিয়েছে, একটি রিমোট কন্ট্রোলড যানকে সমুদ্রের তলদেশে প্রায় ৩ হাজার ১০০ ফুট গভীরে পাঠিয়ে ওই ডুবে যাওয়া জাহাজ দুটির ভিডিও তোলা হয়েছে। ভিডিতে দেখা গিয়েছে, একটি জাহাজের খোল অংশটি দীর্ঘদিন জলের দলায় থাকলেও এখনও অক্ষত রয়েছে সেটি। তবে তার গায়ে জমেছে পুরু শেওলা। কলম্বিয়ার রাষ্ট্রপতি ইভান ডুক জানিয়েছেন কলম্বিয়ান নৌবাহিনীর পক্ষ থেকে এই অভিযান পরিচালনা করা হয়েছে।
WOW! Full of gold and very old porcelaine! Colombia shares unprecedented images of legendary San Jose galleon shipwreck! #gold #shipwreck #colombia #treasure #archeology https://t.co/1BdrZMnwXD via @Strange_Sounds pic.twitter.com/IfpcUgjhWl
— Strange Sounds (@Strange_Sounds) June 8, 2022
জাহাজ দুটি প্রায় ২০০ বছর আগের। তবে এই ১৭০০ কোটি মার্কিন ডলারের সম্পদ কারা পাবে তাই নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।
কলম্বিয়ার পাশাপাশি স্পেন এবং বলিভিয়ার এক আদিবাসী গোষ্ঠীও এই সোনার উপর দাবি জানাচ্ছে। স্পেন ইতিমধ্যেই বলেছে এই গুপ্তধন তাদের। কারণ সেগুলি স্প্যানিশ জাহাজ থেকেই পাওয়া গিয়েছে।
অন্যদিকে বলিভিয়ার আদিবাসী কাহারা জনজাতির দাবি, স্পেনীয় ঔপনিবেশিকরা তাদের পূর্ব-পুরুষদের ওই সোনাদানা খুঁড়ে তুলতে বাধ্য করেছিলেন। তাই ওই সম্পদ তাদেরই প্রাপ্য।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.