অমৃতসর : গত বিধানসভা নির্বাচনের আগেই কংগ্রেস ছেড়ে আলাদা দল গড়েছিলেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং (Amarinder Singh) নির্বাচনে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে জোট গড়েন। যদিও ভোটে আশানুরূপ সাফল্য জোটেনি।
কংগ্রেস ক্ষমতায় ফেরেনি ঠিকই, কিন্তু বিজেপি জোটও তেমন দাগ কাটতে পারেনি। উল্টে বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে আম আদমি পার্টি (AAP) কিন্তু এটাও ঘটনা যে, অমরিন্দরের দলত্যাগে কংগ্রেস অনেকটাই দুর্বল হয়ে পড়েছিল।
সূত্রের খবর, এবার তাঁর দল পাঞ্জাব লোক কংগ্রেস শীঘ্রই
বিজেপির সঙ্গে মিশে যেতে পারে এবং লন্ডন থেকে ফিরে অমরিন্দর নিজেও বিজেপিতে যোগ দেবেন। আপাতত
অস্ত্রোপচারের জন্য লন্ডনে রয়েছেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী। গত ২৫ জুন তাঁর মেরুদণ্ডে সফল অপারেশন সম্পন্ন হয়েছে। চলতি সপ্তাহেই তাঁর দেশে ফেরার কথা। এরপরই যোগদান প্রক্রিয়া শুরু হওয়ার কথা।
গত বছর মুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়ার পর কংগ্রেস ছাড়েন অমরিন্দর সিং তৈরি করেন নতুন দল। এরপর তাঁর ঘনিষ্ঠ বহু প্রবীণ নেতা কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.