নয়াদিল্লি: প্রতিরক্ষা সরঞ্জাম রফতানিতে ভারত এবছর নয়া রেকর্ড গড়ল। শনিবার প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে পাওয়া খবর অনুযায়ী ২০২১-২২ আর্থিক বছরে রফতানি ১৩ হাজার কোটি টাকা স্পর্শ করেছে।
প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার পর আত্মনির্ভরতার ডাক দিয়েছিলেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। দেশ যাতে আত্মনির্ভর হয়, সেই লক্ষ্যে কেন্দ্রের তরফে একাধিক কর্মসূচি নেওয়া হয়। এবার সেই পথে অনেকটা এগোল দেশের প্রতিরক্ষা মন্ত্রক। মোট রফতানি অর্থের বেসরকারি ক্ষেত্র থেকে এসেছে ৭০ শতাংশ এবং ৩০ শতাংশ এসেছে সরকারি ক্ষেত্র থেকে।
প্রতিরক্ষামন্ত্রকের অতিরিক্ত সচিব সঞ্জয় জাজু জানান, পূর্ববর্তী আর্থিক বছরগুলির তুলনায় ২০২১-২২ অর্থবর্ষে রফতানি বহু গুণ বেড়েছে, যা রেকর্ড। মূলত আমেরিকা,ফিলিপাইন, দক্ষিণ-পূর্ব এশিয়া, পশ্চিম এশিয়া এবং আফ্রিকার বেশ কয়েকটি দেশে রফতানি করা হয় প্রতিরক্ষা সরঞ্জাম।
উল্লেখ্য, ২০২১-২২ আর্থিক বছরে রফতানির পরিমাণ তার আগের বছরগুলির তুলনায় প্রায় পাঁচ গুণ বৃদ্ধি পেয়েছে। ২০২০-'২১ আর্থিক বছরে রফতানির পরিমাণ ছিল প্রায় ৮ হাজার ৪৩৪ কোটি টাকা। ২০১৯-২০ সালে ৯ হাজার ১১৫ কোটি টাকা এবং ২০১৫-'১৬ সালে এই পরিমাণ ছিল ২ হাজার ৫৯ কোটি টাকা। মূলত করোনা অতিমারীর জন্যই ২০২০-'২১ অর্থবর্ষে প্রতিরক্ষা সরঞ্জাম রফতানি কিছুটা কম হয়েছিল বলে কেন্দ্রীয় মন্ত্রক জানিয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.