অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পরই উঠে এসেছিল বিদ্যুৎবরণ গায়েনের নাম। জানা গিয়েছিল, শুধু অনুব্রত নন, সুকন্যার সঙ্গেও অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল পুরকর্মী বিদ্যুৎত্বরণের। রবিবার বেলা সাড়ে ১২ টা নাগাদ বোলপুরে সেই বিদ্যুতবরন গায়েনের বাড়িতে হানা দিল সিবিআই। তবে বাড়িতে ওই ব্যক্তি রয়েছেন কি না, তা এখনও জানা যায়নি। অনুব্রতর গ্রেফতারির পর থেকেই নাকি বেপাত্তা ওই ব্যক্তি।
বিদ্যুতবরনের যে বাড়িতে হানা দিয়েছে সিবিআই, তার আশেপাশে আরও জমিজমা রয়েছে বলেই সিবিআই সূত্রে খবর। তার বাড়িতে তল্লাশি চালাতে তদন্তের প্রয়োজনীয় তথ্য মিলতে পারে বলে আশাবাদী সিবিআই আধিকারিকরা।
প্রসঙ্গত, অনুব্রত মণ্ডলের পাশাপাশি সুকন্যার সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বিদ্যুতবরন গায়েনের। সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি রয়েছে তাঁদের। সূত্রের খবর, অনুব্রতকে বাবা বলেও নাকি ডাকতেন বিদ্যুৎ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.