নয়াদিল্লি : বাংলায় দলের কেন্দ্রীয় পর্যবেক্ষকের দায়িত্ব থেকে কৈলাস বিজয়বর্গীয়কে সরিয়ে দিল বিজেপি (BJP)।
২০১৭ সাল থেকে উত্তরপ্রদেশে দলের সাংগঠনিক বিস্তারের দায়িত্ব পালনে ব্যস্ত সুনীল বনসলের সঙ্গে নিবিড় যোগ রয়েছে বাংলার।তিনি একসময়ে থাকতেন দুর্গাপুরে। ২০১৭ সালে তিনি অমিত শাহর ঘনিষ্ঠ হয়ে ওঠেন, দাবি বিজেপি সূত্রের। '২২ এর বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশে ভালো ফল করার পরেই অনুমান করা হয়েছিল, বাড়তি দায়িত্ব দেওয়া হতে পারে বনশলকে। এদিন সেই অনুমানই সত্যি হয়েছে। বাংলার পাশাপাশি ওডিশা ও তেলঙ্গানায় দলের কেন্দ্রীয় পর্যবেক্ষকের দায়িত্বও দেওয়া হয়েছে তাঁকেই।
২০২১-এর বিধানসভা ভোটে বিজেপির ভরাডুবির পরেই বাংলা থেকে সরে গিয়েছিলেন কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya)। ভোটের ফল বেরনোর পরে তাঁকে আর বাংলায় দেখাও যায়নি। বাংলার ভোটে বিপর্যয়ের পরে রাজ্য বিজেপি নেতাদের একটা বড় অংশ কৈলাসের বিরুদ্ধে তীব্র অসন্তোষ প্রকাশও করেছিলেন। তাঁদের অভিযোগ ছিল, দলবদলুদের কৈলাস দলে বেশি গুরুত্ব দেওয়া জেরেই বিধানসভায় ভরাডুবি হয়েছে বিজেপির। বিজেপির কেন্দ্রীয় নেতাদের কাছে অভিযোগ জানিয়েছিলেন তথাগত রায়ের মতো প্রবীণ বিজেপি নেতারাও। সেই সময় থেকেই কানাঘুষো চলছিল, কৈলাসকে বাদ দিয়ে এ বার নিজের ঘনিষ্ঠ কোনও বিজেপি নেতাকে বাংলায় পাঠাতে পারেন অমিত শাহ। এবার সেটাই সত্যি হলো। এ সবের মাঝেই বুধবার দিল্লিতে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার ও পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় মাহাতো। স্মারকলিপি দিয়ে, তাঁরা অনুরোধ জানান, পশ্চিমবঙ্গে সরকারি চাকরিতে নিয়োগ দুর্নীতি রোধে রাষ্ট্রপতিকেই হস্তক্ষেপ করতে হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.