কংগ্রেসের সভাপতি নির্বাচন নিয়ে মল্লিকার্জুন খরগের পক্ষে টুইট প্রণব পুত্র অভিজিতের। অস্বস্তি তৃণমূলের। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

বুধবার, ১৯ অক্টোবর, ২০২২

কংগ্রেসের সভাপতি নির্বাচন নিয়ে মল্লিকার্জুন খরগের পক্ষে টুইট প্রণব পুত্র অভিজিতের। অস্বস্তি তৃণমূলের।

কলকাতা : তৃণমূল নেতা অভিজিৎ মুখোপাধ্যায় মন্তব্য করেছেন কংগ্রেসের সভাপতি নির্বাচন নিয়ে।

Abhijit Mukherjee tweet on Mallikarjun Kharge


টুইট করে কংগ্রেস নেতাদের আবেদন করছেন সভাপতি পদে মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)-কে মনোনীত করতে! প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি তথা প্রবীণ কংগ্রেস নেতা প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিতের এহেন বক্তব্যে শোরগোল পড়েছে রাজ্য রাজনীতিতে।


বিতর্ক দানা বাঁধতেই অভিজিতের সঙ্গে কথা বললেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। সোমবার এক টুইটে অভিজিৎ লেখেন, ‘খাড়গেজি প্রবীণ এবং বিচক্ষণ নেতা। উনি লোকসভায় কংগ্রেসকে নেতৃত্ব দিয়েছেন। আমি নিশ্চিত যে কংগ্রেস সভাপতি হয়ে উনি কংগ্রেসকে ঐক্যবদ্ধ করে দলকে এগিয়ে নিয়ে যাবেন।' অভিজিতের এই টুইটের পর তাঁর সঙ্গে কথা বলেন কুণাল। কুণাল বলেন, কংগ্রেসের অভ্যন্তরীণ বিষয়ে
তৃণমূলের কোনও বক্তব্য নেই।” তাঁর সংযুক্তি, “অভিজিৎবাবু তৃণমূলে ছিলেন। তৃণমূলেই আছেন।”

কিন্তু তার পরে কেন এই টুইট? কুণালের অজুহাত, “বাংলার পুরোনো কংগ্রেস কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলকে আসল কংগ্রেস বলে মনে করেন। অভিজিৎবাবুও তেমনই এক জন কংগ্রেস কর্মী। এঁরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশের শীর্ষ নেত্রী হিসাবে দেখতে চান। তাই হয়তো তিনি এমন মন্তব্য করেছেন।”

সোমবার, ১৭ অক্টোবর কংগ্রেসের প্রায় ৯ হাজার জন প্রতিনিধি ভোট দিয়ে বেছে নেবেন সনিয়া গান্ধীর ‘উত্তরসূরি’। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভোট দেবেন তাঁরা। ভোট দেবেন ‘ভারত জোড়ো' যাত্রায় শামিল রাহুল গান্ধীও। সেই ভোটে অভিজিৎ মল্লিকার্জুনকে ভোট দিতে আবেদন করেন কংগ্রেস নেতাদের ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad