অস্বাভাবিক হারে অ্যাকাউন্টে টাকা বৃদ্ধি ED-র ডাক অনুব্রত-কন্যা সুকন্যাকে, তলবে গেলেননা নয়াদিল্লি। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

রবিবার, ৩০ অক্টোবর, ২০২২

অস্বাভাবিক হারে অ্যাকাউন্টে টাকা বৃদ্ধি ED-র ডাক অনুব্রত-কন্যা সুকন্যাকে, তলবে গেলেননা নয়াদিল্লি।

Anubrata Mondal daughter Sukanya Mondal, ED summon


বীরভূম : অস্বাভাবিক হারে বেড়েছে তাঁর অ্যাকাউন্টের টাকা। আর তা নজর এড়ায়নি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। সেই কারণেই গরু পাচার মামলায় তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যাকে বৃহস্পতিবার দিল্লিতে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)।


সুকন্যার ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, তিনি ভিন রাজ্যে থাকায় হাজিরা দিতে যাচ্ছেন না। সিবিআই (CBI) এবং ইডির দাবি, পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষিকা সুকন্যার সম্পত্তি ও ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা টাকা ২০১৫ সালের পরে অস্বাভাবিক গতিতে বেড়েছে। বোলপুরের ‘ভোলেব্যোম’ চালকলের যৌথ মালিকানাও রয়েছে তাঁর নামে। এ ছাড়াও, দু'টি সংস্থার তিনি ডিরেক্টর। ব্যাঙ্কে রয়েছে কোটি টাকার বেশি ফিক্সড ডিপোজিট। এই সমস্ত সম্পত্তির উৎস কী, প্রাথমিকের শিক্ষিকা হয়ে কী ভাবে তাঁর এত সম্পত্তি হল, সে সমস্ত বিষয়ে যাবতীয় নথি জানতে চেয়ে সুকন্যার সংস্থা এএনএম অ্যাগ্রোকেম ফুড প্রাইভেট লিমিটেডকে কয়েকদিন আগেই নোটিস ধরায় সিবিআই এবং সুকন্যা -কে তলব করে তারা। ভিন রাজ্যে থাকার কথা জানিয়ে সেই হাজিরাও সুকন্যা এড়িয়েছেন।

সুকন্যার ঘনিষ্ঠমহল সূত্রের খবর, বোলপুরের বাঁধগোড়া এলাকার বাসিন্দা সুকন্যার এক বান্ধবী মারণ রোগে আক্রান্ত। তাঁর চিকিৎসা করাতে বেশ কিছু দিন হল রাজ্যের বাইরে রয়েছেন সুকন্যা। এখনও ফেরেননি। সে কথাই তিনি সিবিআইকে ই-মেল করে জানিয়েছিলেন। সূত্রের খবর, সেই একই কারণে ইডি-র দফতরেও তিনি হাজির হতে পারবেন না। সুকন্যার এক ঘনিষ্ঠ বুধবার যদিও দাবি করেন, ইডি সুকন্যা -কে নোটিস পাঠিয়েছে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। ইডির তরফে এই নিয়ে কোনও বক্তব্য মেলেনি। তবে বারবার হাজিরা এড়ানোর পর ইডির পরবর্তী পদক্ষেপ কী হয়, তার দিকেই তাকিয়ে বঙ্গবাসী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad