এবার উত্তরপ্রদেশ রাজ্যের কুশিনগরে রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে কয়েকজন ব্যক্তিকে নামাজ পড়তে দেখা গেল। ট্রেনের স্লিপার কোচের করিডরে যাতায়াতের রাস্তা ব্লক করে নামাজ পড়তে দেখা গিয়েছে তাঁদের। সম্প্রতি ঘটনাটি ঘটেছে সত্যাগ্রহ এক্সপ্রেসের একটি কোচে। যাঁরা নামাজ পড়ছিল তাদের পরিচয় কি, তারা কোথায় থাকে, সে বিষয়ে এখনও পর্যন্ত কোন তথ্য পাওয়া যায়নি। কিন্তু মুহূর্তের মধ্যেই গোটা ঘটনার ভিডিওটি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এবার তা নিয়েই প্রশ্ন তুললেন এক বিজেপি নেতা।
জানা যায়, যোগীরাজ্যের উত্তরপ্রদেশের খদ্দা রেল স্টেশনে।দাঁড়িয়ে ছিল সত্যাগ্রহ এক্সপ্রেস। আর সেই সময় চারজন মুসলমান নামাজ পড়তে শুরু করেন। কোচের মধ্যে সরু জায়গায়, অর্থাৎ যেখান দিয়ে যাত্রীরা যাতায়াত করেন, সেখানেই বসে তারা প্রার্থনা শুরু করেন, আর এই ঘটনাতেই বেজায় চটেছেন প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতা দীপলাল ভারতী। পুরো ঘটনাটিকে তিনি ক্যামেরাবন্দি করেন। ট্রেনের মধ্যে কেন নামাজ পড়া হল, সে-প্রশ্ন তোলেন। তাতেও অবশ্য ক্ষান্ত হননি, এ বিষয়ে অভিযোগও দায়ের করেছেন তিনি।
कुशीनगर: ट्रेन के स्लीपर कोच के गलियारे में नमाज पढ़ने का वीडियो वायरल #Kushinagar #ViralVideo pic.twitter.com/6v7ORqlN8E
— News24 (@news24tvchannel) October 22, 2022
গেরুয়া শিবিরের নেতার অভিযোগ, সত্যাগ্রহ এক্সপ্রেস (ট্রেন নং ১৫২৭৩)-র স্লিপার কোচের মধ্যেই নামাজ পড়তে বসেছিলেন ওই চার জন ব্যক্তি। তাতে অন্যান্য যাত্রীদের যাতায়াতের যথেষ্ট অসুবিধা হচ্ছিল। তা ছাড়া অন্য দুজন ব্যক্তি যাতায়াতের পথের দু-প্রান্ত আটকে রেখেছিলেন। পাবলিক প্লেসে পথ আটকে এরকম ভাবে নামাজ কেন পড়া হবে, এটাই প্রশ্ন ক্ষুব্ধ ওই বিজেপি বিধায়কের। তার দাবি এই কাজ একেবারেই ঠিক নয়।
উত্তরপ্রদেশে নামাজ বিতর্ক অবশ্য নতুন কিছু নয়। লাউড -স্পিকারে আজান নিয়ে একাধিক বার বিতর্ক দানা বেঁধেছে। ধর্মীয় স্থানের বাইরে যাতে প্রার্থনার আওয়াজ না যায়, এমন ফরমানও দেওয়া হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.