কেরল : কেরলের কোচিতে কালোজাদু (Black magic)-র নামে দুই মহিলার হত্যার ঘটনায় আতঙ্কিত পুরো দেশ। এ মামলার প্রধান আসামি ৫২ বছর বয়সী মোহাম্মদ শফি (Md. Shafi) ওরফে রশিদ। পুলিশ এই ঘটনায় CPI(M) কর্মী ভগওয়াল সিং (Bhagaval Singh) এবং তার স্ত্রী লায়লাকেও গ্রেফতার করেছে, যারা এই হত্যাকাণ্ডে তাকে সমর্থন করেছিল। বিষয়টি তদন্ত করতে কোচির ডিসিপি (DCP) এস শশীধরনের নেতৃত্বে একটি এসআইটি (SIT) গঠন করা হয়েছে।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, মোহাম্মদ শফি (Mohammad Shafi) যৌন বিকৃতির শিকার। যৌন সুখের জন্য যেকোন সীমা পার করতে পারে সে। ধর্ষণের পর ছুরি দিয়ে মহিলাদের গোপনাঙ্গে ছুরিকাঘাত করত সে। এমনকি তাকে মেরেও ফেলতো। ভগওয়ালের সামনেই সে তার স্ত্রী লায়লার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতো বলেও শোনা যাচ্ছে। দুজনেই ভগওয়ালকে হত্যার পরিকল্পনা করছিল।
পুলিশ জানায়, আর্থিক অবস্থা দুর্বল ছিল এমন বয়স্ক মহিলাদের ফাঁদে ফেলতো শফি।তাদের সে সাহায্যের আশ্বাস দিত। তাদের বিশ্বাস অর্জন করার পর তাদের হত্যা করতো সে। সে তার যৌন তৃপ্তির জন্য নারীদের কষ্ট দিতো তাতে তাদের মেরে ফেলতেও দ্বিধাবোধ করতোনা।
Kerala human sacrifice case | State police chief Anil Kant has ordered the formation of a special investigation team to investigate the cases registered in connection with the murder of two women. Kochi City DCP S Sasidharan to be the head of special investigation team. https://t.co/AtRdVMTmoM
— ANI (@ANI) October 12, 2022
এক প্রতিবেদনে বলা হয়, শফি ষষ্ঠ শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছে। সে ২ কন্যা সন্তানের বাবা। সে একটি ফেক ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করেছিল, যার মাধ্যমে আর্থিক সমস্যায় ভুগছেন এমন মহিলাদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করতো। জানা গেছে, আর্তনাদ এবং রক্ত দেখে খুবই উত্তেজিত হয়ে পড়তো সে। পুলিশ জানায়, গত তিন বছর ধরে ভগওয়াল ও তার স্ত্রী লায়লার সঙ্গে তার যোগাযোগ ছিল।
অপর এক প্রতিবেদনে শফির প্রতিবেশী জানান, তার কোনো বাড়ি নেই। ভাড়া বাড়িতে থাকতো। তবে তার অনেক গাড়ি আছে। শফির বন্ধু বিলাল জানায়, তার একটি প্রাইভেট বাস ও একটি স্করপিও রয়েছে। শফির একটি হোটেলও আছে। মাদক ব্যবসার সঙ্গেও শফির যোগসূত্র রয়েছে বলে জানা গেছে। শফির বিরুদ্ধে মোট ১০ টি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে একটি হল ৭৫ বছর বয়সী এক মহিলাকে ধর্ষণ করা এবং তার গোপনাঙ্গে ছুরি দিয়ে আঘাত করা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.