বাম আমলে চিটফান্ড খুলে প্রতারণার অভিযোগ উঠল।অভিযোগ প্রায় ৩০ হাজার মানুষ প্রতারণার শিকার হয়েছেন। আরও অভিযোগ, সেই চিটফান্ড সংস্থাটি ছিল তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ভাগ্নে বিজয় নাগ (Vijay Nag)-র। এই অভিযোগে আগেও মামলা দায়ের হয়েছিল আদালতে। তবে এ নিয়ে তদন্ত বেশিদূর এগোয়নি। তাই সম্প্রতি আমানতকারীরা টাকা ফেরত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন।
মামলাকারী প্রণতি মুখার্জি ও অরুণ কুমার মুখার্জির অভিযোগ ওই সংস্থায় ফিক্সড ডিপোজিটে টাকা ইনভেস্ট করলে মোটা অঙ্কের সুদ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই ফাঁদে পা দিয়ে ওই সংস্থায় কমপক্ষে ৩০ হাজার আমানতকারী টাকা জমা রেখেছিলেন। কেউ ৩০ হাজার, কেউ ১ লক্ষ আবার কেউ ২ লক্ষ টাকা জমা রেখেছিলেন। কিন্তু, এর মধ্যে আমানতকারীদের কয়েকজন RTI করে জানতে পারেন উক্ত সংস্থার কোনও আইনি বৈধতা নেই। তা সত্ত্বেও তৎকালিন সিপিআইএম (CPIM) সরকারে মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ভাগ্নে বিজয় নাগের সংস্থা থেকে তথ্য গোপন করে হাজার হাজার মানুষের কাছ থেকে টাকা তোলা হয়েছে। আমানতকারীদের বুঝতে আর দেরি হয়নি যে তারা রীতিমতো প্রতারণার শিকার হয়েছেন। তারপরে তারা প্রতারণার অভিযোগ করেন। এই মামলার তদন্তভার ছিল সিআইডি (CID)-র হাতে। কিন্তু, তদন্তের অগ্রগতি না হওয়ায় আমানতকারীরা নিম্ন আদালতে মামলাদায়ের করেছিলেন।
এতো কিছুর পর মামলার অগ্রগতি না হওয়ায় তারা এর পূর্বেও কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)-র দ্বারস্থ হয়েছিলেন। তৎকালিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই মামলায় তদন্তকারী সংস্থা CID কে রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছিলেন। সেইমতোই রিপোর্ট দিয়েছিল CID। টাকা ফেরত চেয়ে মামলাকারীরা পুনরায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। পুজোর অবকাশকালীন বেঞ্চের পর বিচারপতি বিবেক চৌধুরীর এজলাসে আগামী দিনে এই মামলার শুনানি হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.