Biryani politics : মিশন ২০২৩ বিজেপিকে উৎখাতে বিরিয়ানিতেই ভরসা ওয়েসির। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

রবিবার, ২৩ অক্টোবর, ২০২২

Biryani politics : মিশন ২০২৩ বিজেপিকে উৎখাতে বিরিয়ানিতেই ভরসা ওয়েসির।

Asaduddin Owasi biryani politics


মধ্যপ্রদেশ :
কথায় বলে 'পেট ঠান্ডা, তো সব ঠান্ডা'। তাই দেদার চলছে বিরিয়ানি খাওয়ানো। এর পেছনে কারণ অবশ্যই আছে। ২০২৩-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে তার আগে ভোপালে দলের শক্তি বাড়ানোর লক্ষ্যে, আসাদউদ্দিন ওয়াইসি ( Asaduddin Owasi)-র অল ইন্ডিয়া ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM) বা মিম (MIM) সুপ্রিমো অভিনব এই প্রচার কৌশল নিয়েছে।


২০২৩ এ মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচনের আগে বিজেপিকে উৎখাত করতে বিরিয়ানিকেই হাতিয়ার ওয়াইসি। এ বিষয়ে তাই করলেন মধ্যপ্রদেশের নারেলা কেন্দ্রের নেতা তথা প্রার্থী পীরজাদা তৌকির নিজামি জানিয়েছেন, ব্যাপক উৎসাহ নিয়ে ভোটাররা এখানে ভিড় জমাচ্ছেন। আনন্দের সঙ্গে তৃপ্তি সহকারে বিরিয়ানি খেয়ে যাচ্ছেন।

মূলত ভোটারদের টার্গেট করেই যে বিরিয়ানি ভোগের আয়োজন করা হয়েছে, সেই কথা একপ্রকার স্বীকার করে নেন পীরজাদা নিজামিও। নিজামি দাবি করেছেন, ইতিমধ্যেই ২৫ হাজার মানুষ দলে যোগদান করেছেন। বিধানসভা নির্বাচনের আগে ১০ লক্ষ মানুষকে দলে যোগদান করানোর লক্ষ্য তাদের। তাঁর মতে,ওয়াইসি এবং এই নারেলা হায়দ্রাবাদি বিরিয়ানির জনপ্রিয়তা তুঙ্গে।

উল্লেখ্য, ২০২৩ বিধানসভা নির্বাচনে মধ্যপ্রদেশের মোট ৫০ টি আসন থেকে লড়ার জোড়কদমে প্রস্তুতি নিচ্ছে ওয়াইসির দল। তবে এই বিরিয়ানি খাওয়ানর কৌশল ওয়াইসির ভোটব্যাঙ্ককে কতটা সফলতা এনে দেবে, তার উত্তর অবশ্য দেবে সময়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad