প্রসঙ্গত, সম্প্রতি কলকাতার মোমিনপুরে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। এ নিয়ে কলকাতা হাইকোর্টেরও দৃষ্টি আকর্ষণ করা হয়। পরবর্তীতে ঘটনার তদন্তে আসরে নামে এনআইএ। অন্যদিকে, ঘটনার তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশও। ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। রুজু হয়েছে একাধিক মামলা। পরে এনআইএ এই ঘটনায় আলাদা একটি মামলা রুজু করে তারই প্রেক্ষিতে শুরু করে তদন্ত। তদন্তের কাজে কলকাতা পুলিশের কাছে সংশ্লিষ্ট মামলাগুলির সমস্ত ফাইল এবং এই সংক্রান্ত যাবতীয় নথি চেয়ে পাঠায় তারা।
সূত্রের দাবি, প্রয়োজনে এই ঘটনায় কলকাতা পুলিশের হাতে ধৃত ব্যক্তিদের নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে পারেন এনআইএ গোয়েন্দারা। এনআইএ সূত্রে জানা গিয়েছে, এদিন প্রথমেই কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারে পৌঁছন এনআইএ প্রতিনিধিরা। সেখানে কলকাতা পুলিশের গোয়েন্দাদের সঙ্গে কথা বলেন তাঁরা। এরপরই কলকাতা বন্দর লাগোয়া মোমিনপুরের উদ্দেশ্যে রওনা হয়ে যান কেন্দ্ৰীয় গোয়ন্দারা সঙ্গে লালবাজারের কয়েকজন আধিকারিকও ছিলেন।
এলাকায় পৌঁছেই প্রথমে ঘটনাস্থল ভালো করে ঘুরে দেখেন এনআইএ আধিকারিকরা। সেদিন ঠিক কী ঘটেছিল, তা জানতে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তাঁরা। বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শীর বয়ান রেকর্ড করা হয় বলেও দাবি সূত্রের। ঠিক কোন এলাকায় কারা প্রথম সেদিন ঝামেলা বাধিয়েছিলেন,কেন্দ্রীয় গোয়েন্দা-রা তা বোঝার চেষ্টা করেন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.