তৃণমূল কর্মীর নিজের বাড়িতে মজুদ বোমা বিস্ফোরণে প্রাণ হারাল তারই আট বছরের ভাগ্নির। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

রবিবার, ২০ নভেম্বর, ২০২২

তৃণমূল কর্মীর নিজের বাড়িতে মজুদ বোমা বিস্ফোরণে প্রাণ হারাল তারই আট বছরের ভাগ্নির।

A child died for bomb blast in the house of a tmc leader


বসিরহাট :
 
বল ভেবে খেলতে গিয়ে বিকট শব্দে বোমা ফাটল। প্রাণ গেল আট বছরের ফুটফুটে এক শিশুর। ঘটনাস্থল বসিরহাটের মিনাখাঁ থানার চাপালি গ্রাম পঞ্চায়েতের গাইন পাড়া। সূত্রের খবর, যে ব্যক্তির বাড়িতে এই ঘটনা ঘটেছে তিনি এলাকায় তৃণমূল কর্মী বলেই পরিচিত। মেয়েটি তাঁর ভাগ্নি ঝুমা খাতুন দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ।


পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মামার বাড়ি বেড়াতে এসেছিল বাচ্চাটি এদিন সন্ধ্যেয় খেলতে খেলতে বিচুলির গাদা থেকে বলের মতো কিছু একটা দেখতে পায় ঝুমা। বল ভেবে সেটা কুড়োতে গিয়ে ঘটে যায় বিপত্তি। হাত দিতেই বিকট শব্দ করে ফেটে যায় বোমাটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই শিশুকন্যার। ব্যাপক উত্তেজনা ছড়ায় গোটা এলাকায় ৷ খবর যায় পুলিশে।

বসিরহাট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সৌতম ব্যানার্জি, মিনাখাঁর এসডিপিও আমিনুল ইসলাম ও মিনাখাঁ থানার পুলিশ আধিকারিক সিদ্ধার্থ মণ্ডলের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে। মৃতদেহ উদ্ধার করে প্রথমে মিনাখাঁ থানায় নিয়ে যাওয়া হয়। তারপরে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালের মর্গে রাখা হয়েছে দেহটি। 

বাড়িতে মজুত থাকা বোমা থেকেই বিস্ফোরণ বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছে পুলিশ। সেখানে আরও বোমা মজুত আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। বাড়ির মালিকের নাম আবুল হোসেন। বিচুলির গাদায় কীভাবে বোমা রাখা হল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।সামনে পঞ্চায়েত নির্বাচনের আগে এলাকা দখল করার জন্য বোমা মজুত করেছিল কিনা ওই তৃণমূল কংগ্রেসের নেতা সেটাও তদন্তকারী পুলিশ আধিকারিকরা খতিয়ে দেখছেন।

তৃণমূল কর্মী আবজমুল হোসেন গাইন- কে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। গ্রামে উত্তেজনা থাকায় ঘটনাস্থলে পুলিশ পিকেট বসানো হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad