মালদার মানিকচকে উদ্ধার তাজা বোমা। তীব্র আতঙ্কিত এলাকাবাসী। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২

মালদার মানিকচকে উদ্ধার তাজা বোমা। তীব্র আতঙ্কিত এলাকাবাসী।

Bomb recovered at manikckak in Malda


সপ্তাহ দুয়েক আগেই বোমা ফেটে দুটি শিশু আহত হয়েছিল। 
এবার পাওয়া গেল তাজা বোমা। মানিকচক থানার গোপালপুর গ্রামপঞ্চায়েত এলাকায় পর এক বোমা কাণ্ড নিয়ে উদ্বেগ ছড়িয়েছে। শুরু হয়েছে বিজেপি বনাম তৃণমূল রাজনৈতিক তর্জাও। ৭ ডিসেম্বর সকালে গোপালপুর গ্রাম পঞ্চায়েতের রাজনগর গ্রামে একটি আমবাগানে দুটি কাপড়ের ব্যাগ পড়ে থাকতে দেখে বোমাতঙ্ক ছড়ায়। স্থানীয়রা থানায় খবর দেন থানায়। বিরাট পুলিস বাহিনী ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। সিআইডি বোঙ্গ স্কোয়াড গিয়ে ব্যাগ দুটো থেকে ৭ টি কৌটা বোমা উদ্ধার করে।


উল্লেখ্য, গত ২২ নভেম্বর গোপালপুর অঞ্চলের জেসারত টোলা গ্রামে একটি বাঁশঝাড়ের ভেতর থেকে বল ভেবে বোমা কুড়িয়ে নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে দুটি শিশু আহত হয়েছিল। তারও কিছুদিন আগে বোমা ফেটে একজন মারাও গিয়েছেন। গোপালপুরে একের পর এক বোমা কাণ্ডের জেরে এলাকার নিরাপত্তা নিয়ে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।


বিজেপির জেলা সাধারণ সম্পাদক তথা মানিকচকের বাসিন্দা গৌরচন্দ্র মন্ডল অভিযোগ করেছেন, ‘পঞ্চায়েত ভোটের আগে শাসকদল রাজ্যজুড়েই বোমা মজুত করছে, মালদাও তার ব্যতিক্রম নয়।' জেলা তৃণমূল নেত্রী মানিকচক বিধানসভা কেন্দ্রের বিধায়ক সাবিত্রী মিত্র গোপালপুরের বোমা কান্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও বলছেন, ‘গোপালপুরে বিজেপির কোনো অস্তিত্ব নেই, প্রায় সবাই তৃণমূল সমর্থক। ফলে ওখানে বোমার সঙ্গে শাসকদল বা রাজনীতির কোন সম্পর্ক নেই। জমি মাফিয়া দুই গোষ্ঠীর গোলমাল। পুলিশকে বলেছি, কোনো ছাড় না দিয়ে দুষ্কৃতীদের যত তাড়াতাড়ি সম্ভব গ্রেফতার করতে হবে।’

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad