শুক্রবার উত্তর ২৪ পরগনা জেলার নিউটাউনের ইকোপার্ক গেট নম্বর ১-এর বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে ২৫ নভেম্বর আরম্ভ হয় হস্তশিল্প মেলা। এদিন ওই মেলা প্রাঙ্গণে ইন্ডিয়ান প্লাস্টিক ফেডারেশনের উদ্যোগে, অনুষ্ঠিত হয় Indplas 2022 এর অনুষ্ঠান। ওই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ফিরহাদ হাকিম (Firhad Hakim) অনুষ্ঠানে ফিরহাদ হাকিম ছাড়াও উপস্থিত ছিলেন ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তরের সচিব রাজেশ সিনহা সহ ইন্ডিয়ান প্লাস্টিক ফেডারেশনের সদস্যরা।
অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী ফিরহাদ হাকিম বেকার যুবকদের উদ্দেশ্যে এই বার্তা প্রেরণ করেন যে, শুধু চাকরির উপর নির্ভর না করে ব্যবসার উপরে নজর দিক রাজ্যের বেকার যুবকরা। পাশাপাশি তিনি এও বলেন, ১৯৮২ সালে যখন তিনি একজন বেকার যুবক ছিলেন তখন তিনি ওই প্লাস্টিক শিল্পের সঙ্গে যুক্ত হয়ে নিজের কর্মসংস্থান সৃষ্টি করতে পেরেছিলেন। তাই রাজ্যের সকল বেকার যুবকদের তিনি এই পরামর্শ দেন যে, তারা যদি বেকার না বসে থেকে শুধুমাত্র চাকরির ভরসায় না থেকে, প্লাস্টিক শিল্পের সঙ্গে যুক্ত হয়, তবে উপকৃত হতে পারবে, একইসাথে লাভবান হতে পারবে।তিনি আরও বলেন, যারা ভীতু তারা চাকরির দিকে এগিয়ে যায়। আর যাদের বুক ৭২ ইঞ্চির তারাই ব্যবসা করেন।অনুষ্ঠান শেষে মেলা প্রাঙ্গণ পরিদর্শন করেন তিনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.