তিরুবনন্তপুরম : প্রচার ঘিরে বিতর্ক। সিপিএম-এর মহিলা শাখার সর্বভারতীয় সম্মেলনের প্রচারে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো (Benazir Bhutto)-র মুখ! অল ইন্ডিয়া ডেমোক্র্যাটিক উইমেনস অ্যাসোসিয়েশন (AIDWA)-র ওই প্রচার ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
বিজেপি (BJP)-র কেরল শাখা এই প্রচারটির তীব্র নিন্দা করে বলেছে, যিনি সব সময় ভারতকে ধ্বংস করার চেষ্টা করতেন, তাঁকেই মাথায় তুলছে সিপিএম। বামেদের 'দেশের শত্রু' বলে তোপ দেগেছে বিজেপি। উল্লেখ্য,৬ জানুয়ারি থেকে শুরু হয়েছে কেরলে মহিলা সমিতির জাতীয় সম্মেলন। চলবে ৯ জানুয়ারি পর্যন্ত। সম্মেলনের প্রচারেই প্রকাশিত হয়েছে বেনজির ভুট্টোর ছবি। সেখানে লেখা হয়েছে, বেনজির ভুট্টো পাকিস্তানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। তাঁকে সাম্মানিক পিএইচডি (PHD) দিয়েছিল ৯ টি বিশ্ববিদ্যালয়।এই তালিকায় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ও রয়েছে। এই পোস্টার ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক।
The photograph of Former PM of Pakistan Benazir Bhutto, who declared 1000 years of war against India, now adorns the hording that was erected in connection with the national conference of @cpimspeak women association. Beware of the traitors and the threat within. @CPIMKerala pic.twitter.com/vkDhXKk7t2
— sandeep vachaspati (@rsandeepbjp) January 5, 2023
এদিকে, কেরল বিজেপির মুখপাত্র সন্দীপ বাচষ্পতি (Sandeep Vachaspati)-র অভিযোগ, সিপিএমের এই কাজ দেশবিরোধী। তিনি বলেছেন যে, "রাজ্যের রাজধানীর একেবারে বুকের উপরে জ্বলজ্বল করছে ভুট্টোর ওই পোস্টার। জানতে চাই ভুট্টো ওদের কে হন। এমন কাজ ওরা বহুদিন ধরেই করে আসছে। এমন একজনকে মাথায় তুলে নাচা হচ্ছে, যিনি সব সময় চেষ্টা করে গিয়েছেন ভারতকে ধ্বংস করতে। এরা (সিপিএম) দেশের প্রধান শত্রু। এটা আমাদের বুঝে নিতে হবে।" তাঁর কটাক্ষ, “ভারতের স্বাধীনতা সংগ্রামকে নস্যাৎ করার চেষ্টা করেছিল, তাদের নতুন প্রজন্মের কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আশা করা উচিত নয়।”
সিপিএম(CPIM) কে কাঠগড়ায় তুলে বাচষ্পতি জানিয়েছেন, “চিন বা পাকিস্তান নয়। আমাদের শত্রু হল 'কমরেড'রা। ওদের থেকে আমাদের সতর্ক থাকা দরকার।”
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.