Group C scam এবার চাকরি হারানোর তালিকায় দাপুটে সিপিএম নেতার ছেলের নাম, অস্বস্তিতে সিপিএম নেতৃত্ব। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

রবিবার, ১৯ মার্চ, ২০২৩

Group C scam এবার চাকরি হারানোর তালিকায় দাপুটে সিপিএম নেতার ছেলের নাম, অস্বস্তিতে সিপিএম নেতৃত্ব।

Cpim leader son lost job in group c, Krishnapada Sarkar


উত্তর ২৪ পরগনার অন্তর্গত হিঙ্গলগঞ্জ ব্লক আদালতের নির্দেশে গ্রুপ সি (Group-C) নিয়োগের ৮৪২ জনের নাম
বাতিলের তালিকার সামনে এসেছে। এবার সেই তালিকায় উঠে এল সিপিএম (CPIM) নেতার ছেলের নাম। চাকরি হারানোর তালিকায় তৃণমূলের পর নয়া সংযোজন সিপিএম।


বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের স্যান্ডেল বিল গ্রাম পঞ্চায়েতের ১১ নম্বর স্যান্ডেল বিল গ্রামের দাপুটে সিপিএম নেতা সিপিএমের নির্বাচিত প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্য রঞ্জিত সরকার (Ranjit Sarkar)। বর্তমানে তিনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে নিযুক্ত। তার ছেলে কৃষ্ণপদ সরকার (Krishnapada Sarksr) ২০১৮ সালে বসিরহাট ছোট জিরাকপুর সুমন্ত হাই স্কুলে  কর্মরত হন৷ হাইকোর্টের নির্দেশে গ্রুপ সি বাতিলের তালিকা প্রকাশ হতেই দেখা যায় ৭৩৮ নম্বরে নাম উঠে আছে কৃষ্ণপদ এর। তৃণমূল নেতৃত্ব এই নিয়ে বিরোধী দের কটাক্ষ করতে ছাড়েনি।

স্যান্ডেল বিল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়নাল আবেদীন গাজী বলেন, নিয়োগ দুর্নীতিতে শুধু তৃণমূলের নাম আছে এটা সম্পূর্ণ মিথ্যা। বিরোধীরাও লক্ষ লক্ষ টাকা দিয়ে অবৈধভাবে চাকরি নিয়েছে সিপিএমের দাপুটে নেতার ছেলের লিস্টে নাম এসেছে বিরোধীরা এইবার কি বলবে?

স্যান্ডেল বিল গ্রাম পঞ্চায়েতের সিপিএমের প্রাক্তন প্রধান শিক্ষকের আত্মীয় তথা প্রাক্তন প্রধান ক্ষীরবলা সরদার বলেন প্রচুর অর্থ দিয়ে চাকরিতে ঢুকেছিল। তিনি আরো ও বলেন অযোগ্যদের বাতিল ও যোগ্যদের নিয়োগ চাই। শিক্ষক কৃষ্ণপদ সরকার বলেন আমি উপযুক্ত নম্বর ও নথিপত্র জমা দিয়ে চাকরি পেয়েছি তদন্ত করা হোক।

স্থানীয় মানুষদের অভিযোগ সিপিএমের নির্বাচিত প্রাক্তন গ্রাম সদস্য রঞ্জিত সরকারের পুরো পরিবারটাই দুর্নীতিগ্রস্ত। দুর্নীতিগ্রস্ত বারবার বলা হচ্ছে তৃণমূলকে একে একে নাম বেরিয়ে পড়ছে সিপিএম সহ অন্যান্য দলের চাকরী তালিকায় রয়েছে তাও আরেকবার প্রমাণ হলো। শুধু তৃণমূল নয় এবার চাকরি হারানোর তালিকায় খোদ সিপিএম নেতার ছেলে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad