শহিদ মিনারে সরকারি কর্মচারীদের একাংশের অনশন রবিবার দিনে পড়ল। লাগাতার অনশনের জেরে ডিএ মঞ্চে প্রায়ই কোনও না কোনও আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়ছেন। শনিবারই অসুস্থ হয়ে পড়েছিলেন পূর্ব মেদিনীপুর জেলার প্রাথমিক শিক্ষক সমরেন্দ্রনাথ রায়। গত মাসে অসুস্থ হন আরও দু'জন। তাঁদেরও হাসপাতালে ভর্তি করাতে হয়।এদিকে গত শনিবার থেকে শিক্ষকসহ সমস্ত সরকারি কর্মীদের একটি অংশ ডিজিটাল অসহযোগিতা কর্মসূচি শুরু করে দিয়েছেন।
সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে শ্রীবাস আগরওয়াল বলেন, “শনিবার সরকারি অফিস ছুটি থাকলেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা ছিল। তাই শিক্ষকরা ডিজিটাল অসহযোগিতার অংশ হিসেবে সরকারি হোয়াটস-অ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে আসে। আজ সোমবার থেকে সরকারি দপ্তরে এই কর্মসূচি আরও জোরদার হবে। কর্মীরা নিজস্ব ডেটা, মোবাইল ও ল্যাপটপ ব্যবহার করবেন না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যক্তিগত ভাবে ফোনে কোনও নির্দেশ দিলে তা পালন করা হবে না। ছুটির দিনে কাজ করার কোনও প্রশ্নই নেই। অফিসের ফোনেই অনলাইন মিটিং করা হবে।' এ দিন ডিএ অনশনমঞ্চে হাজির হয়েছিলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.