Himanta Biswa Sarma: অসমে কেন্দ্রীয় হারে ডিএ বৃদ্ধির কথা ঘোষণা হিমন্তের। গেরুয়া শুভেচ্ছা জানিয়ে মমতাকে খোঁচা শুভেন্দুর। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

সোমবার, ৩ এপ্রিল, ২০২৩

Himanta Biswa Sarma: অসমে কেন্দ্রীয় হারে ডিএ বৃদ্ধির কথা ঘোষণা হিমন্তের। গেরুয়া শুভেচ্ছা জানিয়ে মমতাকে খোঁচা শুভেন্দুর।

DA increase in Assam, Himanta Biswa Sarma


গুয়াহাটি
: মহার্ঘ ভাতা(DA) 
বৃদ্ধির দাবি নিয়ে ইতিমধ্যেই তোলপাড় রাজ্য রাজনীতি। রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রীয় হারে ডিএ বাড়ানোর দাবি নিয়ে পথে নেমেছেন সরকারি কর্মচারীরা। এই আবহেই সরকারি কর্মীদের প্রাপ্ত ডিএ-র হার ৪ শতাংশ বাড়িয়ে কেন্দ্রের DA-র সমান করে দেওয়ার কথা ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma)। একটি টুইট বার্তায় তিনি জানিয়েছেন, “আমাদের সরকার তার কর্মচারীদের প্রতি যত্নশীল। আমি আনন্দের সহিত ঘোষণা করছি যে, রাজ্যের বেতন-ভোগী এবং পেনশনভোগীদের এখন থেকে অতিরিক্ত ৪ শতাংশ ডিএ দেওয়া হবে। ২০২৩ সালের ১ জানুয়ারির হিসাবে তাঁরা এই নতুন হারে ডিএ পাবেন। বর্তমানে নতুন ডিএ-র হার ৪২ শতাংশ।”


ঘটনাচক্রে অসমের মুখ্যমন্ত্রী তখন এই সিদ্ধান্ত নিলেন, যখন প্রতিবেশী বাংলায় ডিএ-র দাবি তুলে প্রতিবাদে নেমেছেন সরকারি কর্মচারীরা।

হিমন্তের টুইটকে অস্ত্র করে মাঠে নেমে পড়েছে বাংলার গেরুয়া শিবিরও।রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ইতিমধ্যেই হিমন্তের টুইট করে অন্য একটি টুইটে লেখেন, “দুঃখজনক বিষয় যে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-র নেতৃত্বাধীন সরকার যখন সরকারি কর্মীদের 'চোর এবং ডাকাত’ বলে সম্বোধন করে। অন্য দিকে, আমি অসমের মুখ্যমন্ত্রীকে গেরুয়া অভিনন্দন জানাচ্ছি। যিনি সরকারি কর্মচারীদের ডিএ ৪ শতাংশ হারে বাড়িয়ে তা কেন্দ্রের দেওয়া ডিএ-র সমান করে দিয়েছেন।এগিয়ে বাংলা, না বঞ্চিত বাংলা?”

সম্প্রতি কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনা এবং গণতন্ত্রের কণ্ঠরোধ করার অভিযোগ এনে রেড রোডে মঞ্চ তৈরি করে ধর্নায় বসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মঞ্চ থেকেই ডিএ-র দাবিতে বিক্ষোভরত রাজ্য সরকারি কর্মীদের'চোর-ডাকাত' বলে কটাক্ষ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা। তিনি বলেছিলেন, “এরা সব চিরকুটে চাকরি পেয়েছিল। সেই চোর-ডাকাত গুলোই গিয়ে বসে আছে ডিএ-র মঞ্চে।” মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে শোরগোল পড়ে। বিরোধী দলগুলি একসুরে আক্রমণ করে মুখ্যমন্ত্রীকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad