ঘটনাচক্রে অসমের মুখ্যমন্ত্রী তখন এই সিদ্ধান্ত নিলেন, যখন প্রতিবেশী বাংলায় ডিএ-র দাবি তুলে প্রতিবাদে নেমেছেন সরকারি কর্মচারীরা।
Ours is a government that cares for its employees
— Himanta Biswa Sarma (@himantabiswa) April 1, 2023
I am happy to announce
an Additional 4% Dearness Allowance for State Govt employees/ pensioners and All India Service officers wef 1st January, 23. New DA rate stands at 42% now. @JPNadda @blsanthosh
হিমন্তের টুইটকে অস্ত্র করে মাঠে নেমে পড়েছে বাংলার গেরুয়া শিবিরও।রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ইতিমধ্যেই হিমন্তের টুইট করে অন্য একটি টুইটে লেখেন, “দুঃখজনক বিষয় যে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-র নেতৃত্বাধীন সরকার যখন সরকারি কর্মীদের 'চোর এবং ডাকাত’ বলে সম্বোধন করে। অন্য দিকে, আমি অসমের মুখ্যমন্ত্রীকে গেরুয়া অভিনন্দন জানাচ্ছি। যিনি সরকারি কর্মচারীদের ডিএ ৪ শতাংশ হারে বাড়িয়ে তা কেন্দ্রের দেওয়া ডিএ-র সমান করে দিয়েছেন।এগিয়ে বাংলা, না বঞ্চিত বাংলা?”
Sadly ours is a Govt led by CM @MamataOfficial who labels WB Govt Employees "Thieves & Dacoits".
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) April 1, 2023
Saffron greetings to Hon'ble CM of Assam Shri @himantabiswa Ji for hiking 4% DA for Assam Govt Employees, making it equivalent to Central Rate of 42%.
এগিয়ে বাংলা না বঞ্চিত বাংলা? https://t.co/HsWN6xRP5B
সম্প্রতি কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনা এবং গণতন্ত্রের কণ্ঠরোধ করার অভিযোগ এনে রেড রোডে মঞ্চ তৈরি করে ধর্নায় বসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মঞ্চ থেকেই ডিএ-র দাবিতে বিক্ষোভরত রাজ্য সরকারি কর্মীদের'চোর-ডাকাত' বলে কটাক্ষ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা। তিনি বলেছিলেন, “এরা সব চিরকুটে চাকরি পেয়েছিল। সেই চোর-ডাকাত গুলোই গিয়ে বসে আছে ডিএ-র মঞ্চে।” মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে শোরগোল পড়ে। বিরোধী দলগুলি একসুরে আক্রমণ করে মুখ্যমন্ত্রীকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.