Recruitment Scam: এবার চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ উঠল সিপিআইএম'এর যুব নেতার বিরুদ্ধে। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩

Recruitment Scam: এবার চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ উঠল সিপিআইএম'এর যুব নেতার বিরুদ্ধে।

Recruitment scam and fraud, cpim leader Partha Mandal

এতদিন নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছিল কেবলমাত্র TMC ঘনিষ্ঠ নেতা-নেত্রীদের। এবার চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ উঠল খোদ সিপিআইএম'এর যুব নেতার বিরুদ্ধে। এই অভিযোগে গ্রেফতার পূর্ব মেদিনীপুরের চন্ডীপুর থানার পার্থ মণ্ডল। পূর্ব মেদিনীপুরের চন্ডিপুর এলাকার ঘটনায় সিপিএম কর্মী, পার্থ মন্ডল পুলিশের জালে। চুঁচুড়া থানার পুলিশ পার্থকে গ্রেফতার করে আদালতে পাঠায়। 


পুলিশ সূত্রে খবর,নন্দীগ্রাম থানার অন্তর্গত সাইবারের বাসিন্দা স্বপন কুমার দাস তার এক ছেলে ও এক মেয়ের চাকরির জন্য চন্ডিপুরের সিপিএম কর্মী, পার্থ মন্ডল ও পূর্ব মেদিনীপুরের কাঁথির বাসিন্দা, অমিত পাইরাকে কয়েক ধাপে মোট ১৩ লক্ষ টাকা দেন। এরপর পার্থ ও অমিত, স্বপন বাবুকে নিয়োগপত্র দিয়ে চুঁচুড়া হাসপাতালে পাঠায়। সেই নিয়োগপত্র নিয়ে চুঁচুড়া হাসপাতালে আসেন স্বপন বাবু ও তার ছেলে কৌশিক। 


হাসপাতাল কর্তৃপক্ষ জানায় ওই নিয়োগপত্র সম্পূর্ণ ভুয়ো।এরপরই স্বপন বাবু চুঁচুড়া থানার দ্বারস্থ হন৷ স্বপন বাবুর অভিযোগের ভিত্তিতে চুঁচুড়া থানা এ ঘটনার তদন্ত শুরু করেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad