DA Protest-Teacher Attacked by TMC ‘ডিএ চাই? দেখাচ্ছি মজা’! ধরনা মঞ্চে আসা শিক্ষক এবং তার দিদিকে মারধর তৃণমূল কর্মীদের। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

রবিবার, ২ এপ্রিল, ২০২৩

DA Protest-Teacher Attacked by TMC ‘ডিএ চাই? দেখাচ্ছি মজা’! ধরনা মঞ্চে আসা শিক্ষক এবং তার দিদিকে মারধর তৃণমূল কর্মীদের।

Da-protest teacher attacked by tmc


ডিএ-র দাবীতে শহীদ মীনারে চলা সরকারি কর্মচারীদের ধরনা মঞ্চে আসার অপরাধে এক শিক্ষককে মারধর করার অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের 
বিরুদ্ধে।আক্রান্ত শিক্ষকের নাম মিন্টু পাইক। তিনি হুগলীর একটি হাই-স্কুলের ভূগোলের শিক্ষক।


এদিন মিন্টু পাইক তাঁর দিদিকে সঙ্গে নিয়ে শহীদ মিনারে ধরনা মঞ্চে এসেছিলেন। অভিযোগ, মিন্টু পাইক যখন শৌচাগারের দিকে যাচ্ছিলেন সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় আসা একদল তৃণমূল কর্মী তার দিকে ধেয়ে আসে। মিন্টু পাইকের সঙ্গে থাকা তাঁর দিদি-কে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। মিন্টু পাইকের বুকে ধরনা লঞ্চে ব্যাক্ত দেখে তৃণমূল কর্মীরা বলে, “ডিএ চাইতে এসেছিস, দেখাচ্ছি মজা।" পরে আক্রান্ত শিক্ষক-কে এসএসকেএম (SSKM) হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

এই ঘটনায় সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ আনা হয়েছে। আক্রান্তদের নিয়ে গান্ধী মূর্তির মুখে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলেও পুলিশ অ্যাম্বুলেন্স নিয়ে যেতে সাহায্য করেনি। শেষে ধরনা মঞ্চে আসা এক শিক্ষকের গাড়িতে মিন্টু
পাইককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

মিন্টু পাইক ও তাঁর দিদিকে ও তৃণমূল কর্মীদের মারধরের ঘটনা নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চ জানিয়েছে, ধরণা থেকে শৌচাগারের দিকে গিয়েছিলেন মিন্টু, সঙ্গে তাঁর দিদিও ছিলেন। সে সময় তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দিতে মিছিল করে আসছিল তৃণমূলের ছাত্র-যুবর একটি দল। অভিযোগ মিন্টুর কাছে ডিএ (DA)-র ধরনা মঞ্চের ব্যাজ দেখে প্রায় ১৫ জন তৃণমূল ছাত্র যুব কমী তাঁদের দিকে তেড়ে আসে। এরপর তারা মিন্টু এবং তাঁর দিদিকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে, মারধরও কারা হয় বলে অভিযোগ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad