Sandeshkhali incident ইডি পেটানোর সময় শাহজাহানের ফোনে কোন বিধায়কের ফোন। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

শনিবার, ৯ মার্চ, ২০২৪

Sandeshkhali incident ইডি পেটানোর সময় শাহজাহানের ফোনে কোন বিধায়কের ফোন।

Cbi interrogates Skeikh Sahajahan call list


সিবিআই (CBI) এর হেফাজতে
বর্তমানে শেখ শাহজাহান (Sheikh Sahajahan) ওদিকে শুক্রবার সকালে আবারও সিবিআই পৌঁছে যায় সন্দেশখালিতে


এর আগে বৃহস্পতিবার বিকেলে সন্দেশখালির আকুঞ্জিপাড়া -য় সিবিআই আধিকারিকদের একটি দল হানা দেয় শাহজাহানের বাড়িতে। এদিনও সেই বাড়িতে যায় টিম সিবিআই।

সিবিআই সূত্রে আরও খবর, পঞ্চায়েতের নেতা ও স্থানীয় তৃণমূল (TMC) নেতাদের নম্বরও পাওয়া গিয়েছে শাহজাহানের কল লিস্ট থেকে।ইতিমধ্যেই শাহজাহানকে ম্যারাথন জেরাও শুরু করছে সিবিআই।

গত ৫ জানুয়ারি কী করে ইডি (ED)-র ওপর হামলা হল, কারা হামলা চালল? কিভাবে, কে অত লোক জড়ো করল? এসব নিয়েই চলছে টানা জিজ্ঞাসাবাদ। তবে শাহজাহানের সোজা উত্তর, ইডি পেটানোর ঘটনা সম্পর্কে নাকি কিছুই জানেন না সে।

গত ৫ই জানুয়ারি শেখ শাহজাহানের অনুগামীদের হাতে আক্রান্ত হওয়া ইডির ২ জন আধিকারিকও  সন্দেশখালি যায় এদিন। সাথে ছিল বিশাল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী সহ ফরেন্সিক বিশেষজ্ঞ-দের টিম। বৃহস্পতিবারের পর শুক্রবারে তল্লাশি অভিযানের পাশাপাশি জিজ্ঞাসাবাদ ও চালাচ্ছে সিবিআই।

তদন্তকারী সংস্থা সূত্রে খবর, শেখ শাহজাহানের কল ডিটেলস ঘেঁটে একের পর এক বিস্ফোরক তথ্য তাদের সামনে চলে এসেছে। সূত্রের খবর, ইডি ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ওপর হামলার ঘটনার সময়, শাহজাহানের একটি ফোন থেকে ৩ টি কল করা হয়। আরেকটি ফোন থেকে কল করা হয় প্রায় ১৮ টি ফোন। তবে কার কাছে গিয়েছিল ফোন? এবার সেই তথ্য ফাঁস করল সিবিআই।

জানা গিয়েছে, ঘটনার পর দিনই সকাল সাড়ে আটটা নাগাদ শেখ শাহজাহানকে ফোন করেন সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো। অবশ্য খুব বেশিক্ষণ কথা হয়নি তাদের মধ্যে। কথা হয় দেড় মিনিট মতো। যদিও এই বিষয়ে বিধায়কের দাবি, 'আমি নিজেই ওকে ফোন করেছিলাম। ফোন করে বলেছিলাম, ভাই কোনও রকম মারপিট-ভাঙচুর, ইডিকে মারধর যাতে না হয়, দলের থেকে আমাকে বলছে। ও শুধু বলেছে, আমি তো জানি না, আমি ছিলাম না, এইটুকু বলেছে।'

গত ৫ জানুয়ারি ঘটনার দিন শাহজাহানের দুটি মোবাইলের কল লিস্ট ও ইডি অফিসারদের বয়ান এই দুই সামনে রেখে চলছে সাঁড়াশি জিজ্ঞাসাবাদ। শাহজাহানের বিপুল সম্পত্তি, ব্যবসার বিষয়েও সিবিআই জিজ্ঞাসাবাদ জারি রয়েছে।

আগামীকাল শেখ শাহজাহানকে বসিরহাট আদালতে পেশ করা হবে। ইডির ওপর হামলার ঘটনায় আরোএকবার শাহজাহানকে নিজেদের হেফাজতে নিতে চাইবে সিবিআই। এমনটাই মনে করা হচ্ছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad