কলকাতা : সি এএ (CAA) নিয়ে বাংলার মানুষের মধ্যে ভুল তথ্য দিয়ে উস্কানি দেওয়ার চেষ্টা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার এমনই মন্তব্য করে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব হলেন আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক তথা রাজ্য বিজেপি সম্পাদক অগ্নিমিত্রা পাল (Agnimitra paul)। তিনি বলেন, 'সিএএ কারও অধিকার বা নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য করা হয়নি। এই আইন নাগরিকত্ব দেওয়ার আইন। যা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit shah) বারংবার বলেছেন।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি জারি করার সময় বিস্তারিত ভাবে সেই বিষয়ে বলা হয়েছে। কিন্তু তারপরেও রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার এই সিএএ নিয়ে মিথ্যে কথা বলে বাংলার মানুষকে বিভ্রান্ত করছেন। এর বিরোধিতায় নানা ধরনের কথা বলে বাংলার 'ল এন্ড অর্ডার' নষ্ট করতে চাইছেন।'
এদিন বিধায়ক অগ্নিমিত্রা পাল আবেদন করে বলেন, 'কারও কোনওরকম প্ররোচনা ও উস্কানিতে পা দেবেননা।' একই সঙ্গে তিনি রেলের কাজ নিয়ে আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে আক্রমণ শানান। তিনি বলেন, ‘বার্নপুর স্টেশনে সংস্কারের কাজ চলছে। শত্রুঘ্ন সিনহা কখনও এই সংস্কার করা নিয়ে কী কথা বলেছিলেন তা আমার জানা নেই। তবে বার্নপুর স্টেশন সহ এদেশের সব স্টেশনে যে সংস্কারের কাজ চলছে তা ভারত সরকারের অমৃত ভারত প্রকল্পের অধীনে করা হচ্ছে। এতে শত্রুঘ্ন সিনহার সাংসদ হিসেবে কোনও অবদান নেই।' এছাড়াও তিনি বলেন, 'শত্রুঘ্ন সিনহা নারী নির্যাতনের প্রতিবাদ করেন, চলচ্চিত্রে আমরা দেখেছি।তিনি চলচ্চিত্রে তাঁর ভূমিকা পালন করতে পারেন। কিন্তু যখন সন্দেশখালির ঘটনা ঘটে তখন তিনি তা নিয়ে একটি কথাও বলেন না। এর থেকে এটা প্রমাণ হয় যে তিনি চলচ্চিত্রের নায়কের পাশাপাশি বাস্তব জীবনে একজন খলনায়ক।'
এদিন পূর্ব রেলের আসানসোল ডিভিশনের আসানসোল স্টেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত দিয়ে ট্রেনের ভার্চুয়াল সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অগ্নিমিত্রা পাল৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.