তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের প্রাক্তন জিএস  সুরজ ঘোষ সহ ৮০ জন সক্রিয় কর্মী বিজেপিতে। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

বুধবার, ২০ মার্চ, ২০২৪

তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের প্রাক্তন জিএস  সুরজ ঘোষ সহ ৮০ জন সক্রিয় কর্মী বিজেপিতে।

Eighty tmc youth supporter join bjp in Bardhaman


TMC supporters join BJP :
লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক পড়েছে বর্ধমান শহরে। মূলত, তৃণমূলের ছাত্র-যুব কর্মীরাই দল ছেড়ে নাম লেখাচ্ছেন বিরোধী শিবিরে।


সোমবার বেলা সাড়ে ১০টা নাগাদ বর্ধমানে বিজেপির সদর কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে তৃণমূলের ৮০ জন সক্রিয় কর্মী বিজেপিতে  যোগদান করেন। বর্ধমান রাজ কলেজের তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের প্রাক্তন GS সুরজ ঘোষ এদিন দল-বদলে নেতৃত্ব দেন যোগদানকারীদের হাতে বিজেপির পতাকা তুলে দেন জেলা সভাপতি অভিজিৎ তা। হঠাৎ এই দলবদল নিয়ে জেলার রাজনৈতিক মহলেও এদিন চাপা গুঞ্জন শুরু হয়।

অভিজিৎ তা বলেন, "তৃণমূলের সক্রিয় কর্মীরাই মূলত বিজেপিতে যোগদানের জন্য আবেদনপত্র জমা দিয়েছিলেন। সকলের বয়স ২০ থেকে ৩২ এর মধ্যে। প্রত্যেকেই তৃণমূলের ছাত্র ও যুব সংগঠন করেন। আজ আমাদের হাত ধরে এরা বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল বিজেপিতে যোগদান করলেন। দিন কয়েকের মধ্যে রাজ্যের শাসকদলের আরও কর্মীরা আমাদের দলে যোগ দেবেন।'

সদ্য বিজেপিতে যোগদানের পর তৃণমূল কংগ্রেস-ত্যাগী সুরজ ঘোষ বলেন, 'নরেন্দ্র মোদিজির উন্নয়নমূলক কাজকর্ম দেখে বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত নিই। আমি তিন বছর টিএমসিপির জিএস পদের দায়িত্ব সামলেছি।কলেজ ছাড়ার পর যুব সংগঠন করছি। কিন্তু ওই দলে থেকে স্বচ্ছভাবে কাজ করতে পারছিলাম না। সব দুর্নীতিতে ভরে গিয়েছে। তাই আমি এবং মোট ৮০ জন সহকর্মী অভিজিৎ তা-র হাত ধরে বিজেপিতে যোগদান করলাম।'

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad