গেরুয়া বসন পরলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান। দেশসেবার জন্যই বিজেপিতে যোগদান মত তাঁর। - Probaho Bangla

Post Top Ad

Post Top Ad

মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

গেরুয়া বসন পরলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান। দেশসেবার জন্যই বিজেপিতে যোগদান মত তাঁর।

Picsart_24-03-26_23-01-55-993


নয়া
দিল্লি : ফরাসি রাফেল যুদ্ধবিমান চুক্তির অন্যতম কাণ্ডারী ছিলেন তিনি। ঠিক কেন ভোটের আগে ভারতের ক্ষমতাসীন দলে যোগদান? এই প্রশ্নের জবাবে অবসরপ্রাপ্ত এয়ার চিফ মার্শাল আর.কে.এস ভাদুরিয়া (R.K.S Bhaduria) জানান, দেশ সেবার আর একটা সুযোগ তিনি হাতছাড়া করতে চান না। তাঁর মতে, বিজেপি (BJP)-ই ভারতের একমাত্র জাতীয়তাবাদী দল, যারা সেই সুযোগটা তাঁকে দিতে পারে।


প্রাক্তন বায়ুসেনা প্রধানের বক্তব্য, 'আমি প্রায় ৪০ বছর বায়ু-সেনার মাধ্যমে দেশসেবা করেছি। কিন্তু সেরা সময় কাটিয়েছি শেষ আট বছর, মোদি সরকারের আমলেই। একের পর এক কঠিন পদক্ষেপ নিয়ে প্রধানমন্ত্রী যেভাবে বায়ুসেনার ক্ষমতায়ন এবং আধুনিকীকরণ করেছেন, তাতে শুধু যে ভারতের বিমানবাহিনীর সামর্থ্য বেড়েছে তাই নয়, সেই সঙ্গে বেড়েছে আত্মবিশ্বাসও।’প্রায় একই কথা শোনা যায় শিল্পপতি নবীন জিন্দালের গলাতেও।

রবিবার সন্ধ্যায় বিজেপিতে যোগ দিয়ে তিনি বলেন, ‘আমি ১০ বছর কুরুক্ষেত্র থেকে সাংসদ হিসাবে কাজ করেছি। প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংকে অজস্র ধন্যবাদ। তবে আজ আমি কংগ্রেসের সদস্যপদ ছাড়লাম। প্রধানমন্ত্রী মোদি -র বিকশিত ভারত এবং সব কা সাথ, সব কা বিকাশের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিজেপিতে যোগ দিলাম। এবার থেকে মোদিজির আদর্শে দেশের সেবা করতে পারব।’

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad