বহরমপুর: বহরমপুর লোকসভা কেন্দ্রে পদ্ম ফোটাতে মরিয়া গেরুয়া শিবির। এই লোকসভা কেন্দ্রের কান্দি বিধানসভা এলাকাতে পদ্ম শিবিরের পক্ষ থেকে কর্মী বৈঠক ও পদযাত্রার আয়োজন করা হল। উপস্থিত ছিলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডা. নির্মল সাহা।
বুধবার বিকেলে কান্দির মাধুনিয়া বাইপাস এলাকাতে তিনি প্রথমে কর্মী বৈঠক করেন। সেখানে শতাধিক কংগ্রেস কর্মী বিজেপিতে যোগদান করেন নির্মল সাহার হাত ধরে।
পরবর্তীতে কান্দির পাখমাড়া ডোব থেকে কান্দি শহরের একাংশের বিভিন্ন মন্দিরে প্রণাম করে তিনি কান্দির প্রাচীন রাধাবল্লভ মন্দিরে এসে প্রণাম করেন এবং সেখানে এসে তাঁর পদযাত্রা শেষ হয়। আগামী দিনে বহরমপুর লোকসভা কেন্দ্রে পদ্ম ফুটবে, আত্মবিশ্বাসী নির্মল সাহা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.