গডসেকে নিয়ে মন্তব্য! অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রার্থীপদ প্রত্যাহারের দাবি জানালো কংগ্রেসের। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

বুধবার, ২৭ মার্চ, ২০২৪

গডসেকে নিয়ে মন্তব্য! অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রার্থীপদ প্রত্যাহারের দাবি জানালো কংগ্রেসের।

On Gandhi Godse comment, Abhijit Ganguly


কলকাতা :
অবসর প্রাপ্ত বিচারপতি তথা তমলুক থেকে বিজেপি প্রার্থী অভিজিত গঙ্গোপাধ্যায় (
Abhijit Gangopadhyay) সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, তিনি গান্ধী ও গজসের মধ্যে কোনও একজনকে বেছে নিতে পারবেন না। এই মন্তব্য সামনে আসার পরে কংগ্রেসের তরফে অভিজিত গঙ্গোপাধ্যায়ের প্রার্থীপদ প্রত্যাহারে দাবি করা হয়েছে কংগ্রেসের তরফে।


কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ (Jairam Ramesh) অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায় এর এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বলছেন, তিনি গান্ধী ও গডসের মধ্যে বেছে নিতে পারবেন না, এই মন্তব্য দুঃখ-জনকের থেকেও খারাপ। জয়রাম রমেশ বলেছেন, অবসর-প্রাপ্ত বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায়ের মন্তব্য সম্পূর্ণ ভাবে অগ্রহণযোগ্য। যারা মহাত্মা গান্ধীর উত্তরাধিকারকে যথাযথ করার জন্য কোনও প্রচেষ্টা ছাড়েন না, তাদের প্রার্থীপদ অবিলম্বে প্রত্যাহার করা উচিত।

কলকাতা হাইকোর্টের কর্মরত বিচারপতি অবসর নেওয়ার সময় বাকি থাকলেও তিনি হঠাৎই ইস্তফা দেন এবং বিজেপি -তে যোগ দেন। বিজেপির তরফে তাঁকে তমলুক থেকে প্রার্থী করা হয়েছে। সংবাদ মাধ্যমের সঙ্গে কথোপকথনে অভিজিত গঙ্গোপাধ্যায় বলেছেন, মহাত্মা গান্ধী ও নাথুরাম গডসের মধ্যে কোনও একজনকে বেছে নিতে পারবেন না।

অবসরপ্রাপ্ত বিচারপতি বলেছেন, গান্ধীকে হত্যার পিছনে গডসের যুক্তিও বুঝতে হবে। অভিজিত গঙ্গোপাধ্যায় বলেছেন, তিনি যেহেতু আইনের পেশার লোক, সেই কারণে গল্পের অন্য দিকটি বোঝা দরকার। তিনি আরও বলেছেন, গডসের লেখা পড়ে বুঝতে হবে, তাকে কেন মহাত্মা গান্ধী -কে হত্যা করতে হল! ততক্ষণ পর্যন্ত তিনি গান্ধী ও গডসের মধ্যে কোনও একজনকে বেছে নিতে পারবেন না। তবে অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায় মহাত্মী গান্ধীর হত্যার নিন্দা করেছেন এবং ঐতিহাসিক ঘটনার সব দিক পরীক্ষা করার প্রয়োজনীয়তার ওপরে জোর দিয়েছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad