দেশে অবৈধ ভাবে অনুপ্রবেশের দায়ে আটক হওয়া রোহিঙ্গা-দের মুক্তি চেয়ে সুপ্রিম কোর্টে পিয়ালি সুরের আবেদনের প্রেক্ষিতে কেন্দ্র বলেছে, 'যাঁরা অবৈধ ভাবে দেশে ঢুকেছেন, তাঁদের বিরুদ্ধে বিদেশি অনুপ্রবেশ দমন সংক্রান্ত আইনে মামলা হবে।' এই মামলায় মোদি সরকারের সুপ্রিম কোর্টে দেওয়া হলফনামায় বলেছে, ‘রোহিঙ্গাদের এদেশে বসবাসের কোনও মৌলিক অধিকার নেই। তাই তাদের ভারতে স্থায়ী বসবাসের অধিকার দেওয়ার কোনও প্রশ্ন নেই।'
কেন্দ্র সাফ জানিয়েছে,'ভারত রাষ্ট্রপুঞ্জের ইউএনএইচসিআর (UNHCR)-র উদ্বাস্তু পুনর্বাসন নীতিকে মানে না। কারণ, এই নীতিতে রোহিঙ্গা মুসলিমদের শরণার্থী বলে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব করা হয়েছে। কিন্তু রোহিঙ্গাদের কোনও অবস্থাতেই শরণার্থীর মর্যাদা দেওয়ার জন্য বা পৃথক কোনও শ্রেণি গঠনের জন্য আইনবিভাগ কিংবা নীতি নির্ধারক কমিটিকে নির্দেশ দেওয়াও উচিত হবে না। সংবিধানের ২১ নম্বর ধারা অনুযায়ী, 'একজন বিদেশি নাগরিকের জীবন ও স্বাধীনতার অধিকার থাকলেও এই দেশে স্থায়ীভাবে বসবাস এবং পাকা-পাকি ভাবে থাকার অধিকার কেবলমাত্র ভারতীয় নাগরিক-দের জন্যই।'
এই হলফনামায় মোদি সরকারের পক্ষ থেকে। দেশের নিরাপত্তার প্রশ্ন নিয়ে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে, ‘বিভিন্ন গোয়েন্দা সংস্থা মারফত জানা গিয়েছে, এইসব অবৈধ রোহিঙ্গাদের অনেকেই এদেশে ভুয়ো ভারতীয় পরিচয়পত্র তৈরি করে ফেলেছে দেশজুড়ে।
'কাদের শরণার্থী হিসাবে মর্যাদা দেওয়া হবে, তা সম্পূর্ণ ও নির্ভেজাল নীতিগত সিদ্ধান্ত। আইনসভার বাইরে শরণার্থী ও অনুপ্রবেশকারী হিসাবে বিভাজনের স্বীকৃতি বা অস্বীকৃতি বিচার বিভাগের নির্দেশের ওপর নির্ভর করা উচিত নয়। সাংবিধানিক সমতার অধিকার বিদেশি কিংবা বেআইনি অনুপ্রবেশকারীদের জন্য প্রযোজ্য নয়।'
ভারতে এই মুহূর্তে ইউএনএইচসিআরের স্বীকৃত রোহিঙ্গা রয়েছেন ১৬ হাজার। তবে কেন্দ্রীয় সরকার মনে করে,ভারতে রোহিঙ্গার সংখ্যা প্রায় ৪০ হাজার। পশ্চিমবঙ্গসহ ভারতের মোট ১২টি রাজ্যে আছেন রোহিঙ্গারা।
২০২১ সালে রাজ্যসভায় সাংসদ অনিল দেশাই এর প্রশ্নের জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানিয়েছিলেন, ‘জম্মু ও কাশ্মীর, তেলেঙ্গানা, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, দিল্লি, রাজস্থান, তামিলনাড়ু, অসম, কৰ্ণাটক, কেরল ও পশ্চিমবঙ্গে রোহিঙ্গারা আছেন। তাঁরা বেআইনি ভাবে ভারতে ঢুকেছেন। তাঁদের কাছে কোনও বৈধ কাগজপত্র নেই। কতজন রোহিঙ্গা ওইসব রাজ্যে বসবাস করছেন, তার কোনও তথ্য রাজ্যগুলির কাছে নেই।'
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.