কেজরিওয়ালের গ্রেফতারী নিয়ে বিজেপির পাশে আরএসপি। জোটের প্রশ্নে অস্বস্তিতে বাম প্রার্থী জয়দেব সিদ্ধান্ত। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

শনিবার, ৩০ মার্চ, ২০২৪

কেজরিওয়ালের গ্রেফতারী নিয়ে বিজেপির পাশে আরএসপি। জোটের প্রশ্নে অস্বস্তিতে বাম প্রার্থী জয়দেব সিদ্ধান্ত।

RSP leader supports BJP over Kejriwal's arrest, Jaydeb Sidhdhanta
আরএসপি প্রার্থী জয়দেব সিদ্ধান্ত

কলকাতা : প্রশ্ন চিহ্নে ইন্ডিয়া জোট! অরবিন্দ কেজরিওয়াল এর গ্রেফতারি নিয়ে বিজেপির পাশে দাঁড়াল বালুরঘাটের আরএসপি প্রার্থী। রাম-বাম মিলেমিশে একাকার বলে বাম-বিজেপিকে কটাক্ষ তৃণমূলের।


শুক্রবার সাতসকালে বালুরঘাটে ভোট প্রচারে বেরিয়ে সংবাদ -মাধ্যমের মুখোমুখি হয়ে দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারি নিয়ে বিজেপির পাশে দাঁড়ান আরএসপি প্রার্থী জয়দেব সিদ্ধান্ত (Jaydeb Sidhdhanta) যাঁকে ঘিরে তুমুল হইচই পরিস্থিতি তৈরি হয় দক্ষিণ দিনাজপুর জেলাজুড়ে। এই ঘটনা নিয়ে অবশ্য আরএসপি প্রার্থীর তেমন কোনও দোষ দেখছেন না এই কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। তিনি জানান, আরএসপি প্রার্থীর এমন মন্তব্যকে তিনি স্বাগত জানান। চুরি করলে প্রত্যেকেরই শাস্তি হওয়া প্রয়োজন। এই ঘটনা নিয়ে বাম-বিজেপিকে কার্যত কাঠগড়ায় দাঁড় করিয়েছে তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, বালুরঘাটে বিজেপির হয়ে কাজ করছে বামফ্রন্ট। আর যে কারণেই বিজেপির গলার সুর এখন বামফ্রন্ট নেতাদের মুখ দিয়ে শোনা যাচ্ছে।

প্রসঙ্গত, কুশমণ্ডির বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক জয়দেব সিদ্ধান্তকেই এবারে বালুরঘাট লোকসভা আসন থেকে লড়বার জন্য বেছে নিয়েছে আরএসপি (RSP)।

এদিন বালুরঘাটে প্রথম প্রচারপর্ব শুরু করেন আরএসপি প্রার্থী। শহরের সাধনা মোড় এলাকা থেকে একটি ছোট্ট মিছিল বের করে ব্যবসায়ীদের কাছে পৌঁছন জয়দেব সিদ্ধান্ত। তহ বাজার এলাকায় ব্যবসায়ীদের কাছে ভোট চাইতে যেতেই ইন্ডিয়া জোট নিয়ে প্রশ্নের মুখে পড়েন তিনি। কেননা বামপ্রার্থী জয়দেব সিদ্ধান্তের সমর্থনে এদিন সিপিএম ও আরএসপিকে একসঙ্গে দেখা গেলেও দেখা মেলেনি কংগ্রেস দলের। আর যা নিয়েই ব্যবসায়ীরা প্রার্থীকে উদ্দেশ্য করে প্রশ্ন ছোড়েন, ‘কংগ্রেস কোথায়?’ ঘটনায় রীতিমতো অস্বস্তিতে পড়েন প্রার্থী-সহ প্রচারে হাজির হওয়া বাম নেতা-কর্মীরা। জয়দেববাবু, অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে বলেন, যে যেমন কাজ করবে, সে তেমন সাজা ভোগ করবে। তৃণমূল নেতা প্রিতম রাম মণ্ডল বলেন,‘ইডি সিবিআই দিয়ে গণতন্ত্রের কণ্ঠরোধ করছে বিজেপি। যার বিরুদ্ধে যেখানে বামেদের গর্জে ওঠার কথা, সেখানে বিজেপির গলার সুর বাম প্রার্থীর মুখ থেকে শোনা যাচ্ছে। বামেরা এখন রাজ্য জুড়ে বিজেপির এ-টিম হয়ে কাজ করছে। রাম-বাম মিলেমিশে একাকার হয়ে গিয়েছে।'

বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার বলেন, ‘ইন্ডিয়া জোট এখন ঘোঁট হয়ে গিয়েছে। জোটের লাটাই কার হাতে আর সুতো কার হাতে তা কেউই বলতে পারবে না। দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারি নিয়ে আরএসপি নেতার এমন মন্তব্যকে স্বাগত জানাই। কেউ যদি চুরি করে তবে শাস্তি হওয়া উচিত। আমি নিজেও যদি কোনও অন্যায় করি, তবে আমারও শাস্তি হওয়া উচিত।'

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad