Amit Shah: দুর্নীতি করলেই কড়া ব্যবস্থা! ভোটের মুখে শাহি হুঙ্কার। ৪০০ আসনে জেতা নিয়ে আত্মবিশ্বাসী শাহ। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

রবিবার, ২৪ মার্চ, ২০২৪

Amit Shah: দুর্নীতি করলেই কড়া ব্যবস্থা! ভোটের মুখে শাহি হুঙ্কার। ৪০০ আসনে জেতা নিয়ে আত্মবিশ্বাসী শাহ।

Strict action will be taken against those who commit corruption, Amit shah


নয়া দিল্লি :
যে
বা যাঁরা দুর্নীতি করবেন, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। কেউ ছাড় পাবেন না।' লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস, তৃণমূল-সহ একাধিক দলকে নিশানা করে এমনই হুঙ্কার দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। নয়াদিল্লিতে সর্বভারতীয় সংবাদ মাধ্যমে আয়োজিত 'রাইজিং ভারত সামিট’ একটি নামক অনুষ্ঠানে যোগ দিয়ে বুধবার এমনটাই বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেই সঙ্গে দাবি করেছেন, লোকসভা নির্বাচনে বিজেপি তথা এনডিএ (NDA) ৪০০ আসনের গণ্ডি পেরিয়ে যাবে।


গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গে বিভিন্ন দুর্নীতির ঘটনায় তদন্ত করছে সিবিআই (CBI)ও ইডি (ED)। যে বিষয়টি নিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের অভিযোগ, উদ্দেশ্য প্রণোদিত ভাবে সিবিআই ও ইডিকে কাজে লাগিয়ে তাদের হেনস্থা করছে বিজেপি। যদিও সেই অভিযোগ বারবার অস্বীকার করেছে বিজেপি (BJP)। সেই বিষয়টি নিয়ে এদিন তৃণমূল তথা বিরোধীদের কড়া বার্তা দিয়ে তিনি বলেন, দুর্নীতি করলেই কড়া ব্যবস্থা! আমরা ভারতকে বিশ্বের শ্রেষ্ঠ তিনটি দেশের মধ্যে নিয়ে আসব। আমরা এবার ৪০০ আসনে জিতে ক্ষমতায় আসব। আমরা যা বলি,তা করে দেখাই। পশ্চিমবঙ্গ, ওড়িশা, তামিলনাড়ু এবং পাঞ্জাবে আমাদের আসন বাড়বে। কেরলেও আমরা অনেক আসনে জিতব। বেশ কিছুদিন ধরে নির্বাচনী বন্ড ইস্যুতে জোর চর্চা শুরু হয়েছে কেন্দ্রীয় রাজনীতিতে। বিষয়টি নিয়ে বিজেপিকে তোপ দাগছে বিরোধীরা। এ-প্রসঙ্গে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে নিশানা করেছেন অমিত শাহ। তিনি বলেন, “ওঁরা চাইছেন এমন একটা সিস্টেম তৈরি হোক, যেখানে কোনও রাজনৈতিক নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এক মন্ত্রীর কাছে ৫১ কোটি টাকা পাওয়া গিয়েছে। এক কংগ্রেস সাংসদের (রাজ্যসভার সাংসদ ধীরাজ সাহু)বাড়ি থেকে ৩৫০ কোটি টাকা পাওয়া গিয়েছে।ওঁরা কী ভাবছেন? মানুষ সব দেখতে পাচ্ছেন। মনে রাখবেন, যাঁরা দুর্নীতি করবেন তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে। লোকসভা নির্বাচনের আগে যে সমস্ত সমীক্ষা সামনে এসেছে, তার প্রায় প্রত্যেকটি দাবি করেছে, বিজেপি তথা এনডিএ এবার ৪০০-র কাছাকাছি আসনে পৌঁছে যাবে। এই বিষয়টি নিয়েও এদিন যথেষ্ট আত্মবিশ্বাসী দেখিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad