CBI on Seikh Sahajahan শাহজাহানের মোবাইল ফোন কোথায়? বিস্ফোরক তথ্য এক্স হ্যান্ডেলে দিলেন শুভেন্দু অধিকারী। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

রবিবার, ১০ মার্চ, ২০২৪

CBI on Seikh Sahajahan শাহজাহানের মোবাইল ফোন কোথায়? বিস্ফোরক তথ্য এক্স হ্যান্ডেলে দিলেন শুভেন্দু অধিকারী।

Cbi on Seikh Sahajahan


এখন
সন্দেশখালিতে বারংবার যাচ্ছেন সিবিআই অফিসার-রা। গত বৃহস্পতিবার ও শুক্রবার শাহজাহানের বাড়িতে দফায় দফায় তল্লাশি অভিযান চালানো হয়। সেখানে জিজ্ঞাসাবাদ চালানো হয় আকুঞ্জিপাড়ার বাসিন্দাদের। কিন্তু তাঁরা কোনওভাবেই শাহজাহানের দুটি মোবাইল ফোনের নাগাল পাননি। অন্যদিকে এমন আবহে এক্স হ্যান্ডেলে সিবিআই (CBI)-কে উদ্দেশ্য করে বিস্ফোরক পোস্ট করেন শুভেন্দু অধিকারী।


বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আজ এক্স হ্যান্ডেলে দাবি করেন, পুলিশই শাহজাহানের আইফোন থ্রি  নিয়ে রেখেছিল এবং সেটি তুলে দেওয়া হয়েছিল উচ্চ-পদস্থ অফিসারদের হাতে। সেটি পুলিশের কাছেই মজুত রয়েছে নাকি তা নষ্ট করে ফেলা হয়েছে তা জানতে সিবিআইকে তদন্ত করে দেখতে আর্জি জানাচ্ছি। এই দাবি করার রাজ্য-রাজনীতিতে এই নিয়ে আরও হইচই পড়ে গিয়েছে। কারণ শুভেন্দু অধিকারী একজন পুলিশ আধিকারিকের নামও উল্লেখ করেছেন। সুতরাং গোটা বিষয়টি তাঁর জানা বলেই ইঙ্গিত দিয়েছেন তাঁর এক্স হ্যান্ডেলে।

শাহজাহানের আইফোন থ্রি আমিনুল নামে এক পুলিশ অফিসার নিয়ে রেখেছেন। আর পুলিশের শীর্ষ কর্তার হাতে তা তুলে দিয়েছেন বলে এক্স হ্যান্ডেলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। এমনকী মোবাইল নম্বর- ৯৭৩৩৮ ৪৫০৬ শেখ শাহজাহান ব্যবহার করত বলেও এক্স হ্যান্ডেলে পোস্ট করেন তিনি। এছাড়া শাহজাহান লুকিয়ে থাকার সময় কাদের ফোন করেছেন সেই তালিকা পাওয়া যাবে মোবাইল নেটওয়ার্ক সংস্থার কাছ থেকে বলে তাঁর দাবী। কিন্তু মোবাইল না পেলে শাহজাহানের হোয়াটসঅ্যাপ চ্যাটের বিষয়ে জানা যাবে না।

শাহজাহানের কাছে দুটি মোবাইল ছিল বলে খবর। গোয়েন্দা কর্তারা মনে করছেন এই দুটি ফোনের খোঁজ মিললেই শাহজাহান লুকিয়ে থাকার সময় কাদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন সেই তথ্যও  সহজে মিলবে।

এই মোবাইল ফোন পুলিশের শীর্ষ কর্তার কাছে আছে বলে শনিবার বিস্ফোরক তথ্য নিজের এক্স হ্যান্ডেলে দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এদিকে গত ২৯ ফেব্রুয়ারি শেখ শাহজাহানকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। আর এখন সিবিআই হেফাজতে রয়েছে শেখ শাহজাহান। শাহজাহানকে হাতে পেলেও তাঁর মোবাইল পাননি সিবিআই অফিসাররা। তাই এখন শাহজাহানের মোবাইল কোথায়? এই প্রশ্ন এখন উঠতে শুরু করেছে।

গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তে ইডি (ED) শাহজাহান এর বাড়িতে তল্লাশি অভিযান চালায়। সেখানেই ইডি অফিসারদের উপর শাহজাহানের সাঙ্গপাঙ্গরা হামলা চালায় বলে অভিযোগ।শাহজাহান ফোন করে আক্রমণ সংগঠিত করেছিল বলে মনে করেন গোয়েন্দারা। কারণ ফোনের টাওয়ার লোকেশন দেখেই নিশ্চিত হন ইডি অফিসাররা তখন বাড়িতেই ছিল শাহজাহান। তারপরেই বেপাত্তা হয় সে। ৫৬ দিন পর তাঁকে ধরা গেলেও দুটি মোবাইল ফোনের খোঁজ এখনও মেলেনি। আর আজ এই বিষয়ে CBI অফিসারদের খোঁজ করতে বলেন বিরোধী দলনেতাশুভেন্দু অধিকারী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad