যে গ্রামের লোকেদের লবন ছাড়া কিনতে হয় না কিছুই - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

যে গ্রামের লোকেদের লবন ছাড়া কিনতে হয় না কিছুই

Chhandiwara Patalkot Modhy Prodesh


মধ্যপ্রদেশ
: মধ্যপ্রদেশের ছান্দিওয়াড়া জেলা সদর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে সতপুরা পার্বত্য এলাকায় রয়েছে পাহাড়ি জঙ্গলে ঘেরা পাতালকোট নামে একটি জায়গা। সেখানে মূলত ভারিয়া, ভূমিয়া-সহ বিভিন্ন আদিবাসী জনজাতির লোকেরা বসবাস করেন। কিন্তু তাঁদের সম্বন্ধে এতদিন খুব একটা কিছু জানা যায়নি।


কয়েক বছর আগেও ভারত কেন, মধ্যপ্রদেশের ম্যাপেও ছিল না ওই এলাকার হদিশ। এখনও শুধুমাত্র পাহাড়ের উঁচু  এলাকা থেকে দেখলে বোঝা যায় ওই পাতালকোট উপত্যকা -টির অস্তিত্ব। গ্রামগুলো সমতল থেকে প্রায় ১৭ ফুট নীচে অবস্থিত। ওই এলাকাটিকে কেউ কেউ ‘পাতালে পৌঁছনোর সিঁড়ি' বলে দাবী করেন।
Patalkot, Madhya Pradesh
আদিবাসীদের বিশ্বাস, মাতা সীতা ওই এলাকা দিয়েই পাতালে প্রবেশ করেছিলেন

আদিবাসীদের বিশ্বাস মাতা সীতা ওই এলাকা দিয়েই পাতালে প্রবেশ করেছিলেন। পাতালকোটে রয়েছে ১২-১৩ টি গ্রাম। ওই এলাকার বাসিন্দাদের দৈনন্দিন যা লাগে যেমন চাল,গম, আলু, পটল থেকে শাক-সবজি সব কিছু নিজেরাই চাষ করে নেন। জঙ্গল থেকেই সংগ্রহ করেন বিভিন্ন ফল-মূল, ও মধু এমনকী জ্বালানিও। তাদের অসুখ হলে সেটাও মিটিয়ে দেয় ওই জঙ্গল।জঙ্গলের ঔষধি গাছ থেকেই বংশ পরম্পরায় বিভিন্ন রোগের ওষুধ বানিয়ে দেয় কিছু আদিবাসী।

নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের ব্যাপারে কারওরই মুখাপেক্ষী হতে হয় না তাঁদের। শুধু একটি জিনিস ছাড়া, আর সেটা হল- লবণ। একমাত্র এই লবনের জন্যই পাতালকোটের লোক-চট্টগ্রাম গুলোকে গ্রামের বাইরে বেরোতে হয়,না হলে ওই গ্রামটাকেই তাঁরা বানিয়ে ফেলতে পারতেন তাঁদের একটা নিজস্ব পৃথিবী।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad