Beware of fake Hindutva: নকল হিন্দুত্ববাদীদের থেকে সাবধান! সতর্কবার্তা হিন্দু মহাসভার রাজ্য সম্পাদক অনন্ত সিংহ রায়ের - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪

Beware of fake Hindutva: নকল হিন্দুত্ববাদীদের থেকে সাবধান! সতর্কবার্তা হিন্দু মহাসভার রাজ্য সম্পাদক অনন্ত সিংহ রায়ের

Beware of fake Hindutva Warning by Hindu Mahasabha State Secretary

বাংলায় হিন্দু মহাসভার নাম করে মিথ্যা রটনা হচ্ছে, তাই নকল হিন্দুত্ববাদীদের থেকে সাবধান! পশ্চিমবঙ্গের ভোটারদের এমনই সতর্কবার্তা দিয়ে বিজেপিকে লোকসভা নির্বাচনে ভোট দেওয়ার আবেদন জানাল বঙ্গীয় প্রাদেশিক
হিন্দু মহাসভা।

বঙ্গীয় প্রাদেশিক হিন্দু মহাসভার রাজ্য সম্পাদক অনন্ত সিংহ রায়ের অভিযোগ, ‘লোকসভা ভোটের (Loksabha Election 2024) প্রাক্কালে হিন্দু মহাসভার নাম করে কয়েকজন ব্যক্তি উদ্দেশ্য-প্রণোদিত ভাবে বিজেপির বিরুদ্ধে প্রার্থী দিচ্ছে বলে প্রচার করছে। আমরা বলছি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সৃষ্ট হিন্দু মহাসভা কখনওই হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে প্রার্থী দিতে পারে না। যারা বিজেপির বিরুদ্ধে প্রার্থী দেওয়ার কথা বলছে, তারা নকল! তারা আসলে তৃণমূলকে জেতানোর লক্ষ্যে বিজেপির ভোট ভাগ করার জন্য এধরনের কথা বলে ভোটারদের বিভ্রান্ত করছে। এদের থেকে ভোটাররা যেন সাবধান থাকেন। হিন্দু মহাসভা কোথাও কোনও প্রার্থী দিচ্ছে না। আমরা বাংলার ৪২ টি লোকসভা আসনে বিজেপিকেই সমর্থন করছি। হিন্দু মহাসভার পক্ষ থেকে সর্বসম্মত ভাবে বিজেপি প্রার্থীদের ভোট দেওয়ার অনুরোধ করা হচ্ছে। অনন্তবাবুর দাবি, ‘গত পঞ্চায়েত ভোটের সময় হিন্দু মহাসভার নামে প্রার্থী দেওয়া হবে বলে ওই ব্যক্তিরা ঘোষণা করেছিল। আমরা তা লক্ষ করেছি। পরে খোঁজ নিয়ে জানলাম, মিথ্যা প্রচার করা হয়েছে। কারণ, হিন্দু মহাসভার নামে কেউ প্রার্থী হয়নি। নির্মূল হয়ে কোথাও কোথাও হয়তো দাঁড়াতে পারে। এবারও লোকসভা ভোটে একই ভাবে ভোটারদের বিভ্রান্ত করা হচ্ছে।” এটা হিন্দুত্ব-বিরোধী চক্রান্ত।'

বঙ্গীয় প্রাদেশিক হিন্দু মহাসভার সভাপতি শম্ভুনাথ গঙ্গোপাধ্যায় বলেন, ‘এই প্রতিষ্ঠানের প্রাণপুরুষ ছিলেন প্রবাসী পত্রিকার সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায়, মণীন্দ্রচন্দ্র নন্দী, বিশিষ্ট আইনজীবী এনসি চট্টোপাধ্যায়, ভাষাবিদ সুনীতিকুমার চট্টোপাধ্যায়-সহ বাংলার একাধিক প্রথিতযশা
দিকপাল ব্যক্তিত্ব। 

হিন্দু মহাসভা তৈরি হয়েছিল সনাতনী হিন্দুদের জন্যই। এছাড়াও এই মহাসভা ১৯৭১ সালে বাংলাদেশে যুদ্ধের সময় অত্যাচারিত হিন্দুদের পাশে দাঁড়িয়ে ছিল।’ কেন বাংলায় আপনারা বিজেপিকে ভোট দিতে বলছেন, এ প্রশ্নের উত্তরে শম্ভুনাথবাবু বলেন, ‘একমাত্র বিজেপিই হিন্দুদের জন্য ভাবে। বঙ্গীয় হিন্দু মহাসভার দাবি ছিল রামমন্দির প্রতিষ্ঠা, ৩৭০ ধারা বিলোপ, ভারতের প্রতিরক্ষা মজবুত করা এবং সেইসঙ্গে বিশ্বের দরবারে ভারতকে একটা বিশেষ স্থানে প্রতিষ্ঠা করা। আমরা যা আশা করেছিলাম, তা একমাত্র নরেন্দ্র মোদির সরকার পূরণ করছে।' 

পাশাপাশি তিনি এও বলেন, ‘যাদবপুর লোকসভা কেন্দ্রে প্রধানমন্ত্রীর মনোনীত বিজেপি প্রার্থী ড. অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানাই। কারণ, তিনি বঙ্গীয় প্রাদেশিক হিন্দু মহাসভার প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় (Shyama Prasad Mukherjee)-র নামাঙ্কিত রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান। পশ্চিমবঙ্গের সব জেলাতেই হিন্দু মহাসভা সংগঠনের শাখা রয়েছে। সদস্য রয়েছেন। তাঁরা প্রত্যেকেই সেই জেলার      বিজেপি প্রার্থীকে সমর্থন করবেন এবং বিজেপি প্রার্থীকে সমর্থন করার জন্য সাধারণ মানুষকে বলবেন। এরাজ্য থেকে বিজেপি তাহলে ভালো ফল করবে, এমনটাই আমাদের আশা। ভারতে বিভিন্ন মহামারির সময়েও অসহায়, দুর্গতদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল হিন্দু মহাসভা। আর এবার তাই আমরা হিন্দুদের জন্য, এবং সর্বোপরি দেশের জন্য বিজেপির জয়লাভ চাই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad