Neha case প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, কলেজের মধ্যেই কুপিয়ে মারা হলো নেহাকে! ঘটনায় লাভ জিহাদকে দায়ী করে মেয়েদের সাবধানে রাখার পরামর্শ কর্ণাটকের সদ্য কন্যাহারা কংগ্রেস কাউন্সিলরের - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

রবিবার, ২১ এপ্রিল, ২০২৪

Neha case প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, কলেজের মধ্যেই কুপিয়ে মারা হলো নেহাকে! ঘটনায় লাভ জিহাদকে দায়ী করে মেয়েদের সাবধানে রাখার পরামর্শ কর্ণাটকের সদ্য কন্যাহারা কংগ্রেস কাউন্সিলরের

Congress councillor daughter Neha murder


কর্ণাটক :
 
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, কলেজের মধ্যেই কুপিয়ে খুন কংগ্রেস নেতার মেয়েকে।


বৃহস্পতিবার কর্ণাটকের হুবলিতে একটি বেসরকারি কলেজে এই ঘটনা ঘটে। জানা গিয়েছে, কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতকোত্তরের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন মৃত নেহা। তাঁর প্রাক্তন সহপাঠী ফায়াজ দীর্ঘদিন ধরেই তাঁকে বিরক্ত করত বলে অভিযোগ। নেহাকে প্রেমের প্রস্তাবও দিয়েছিলেন ফায়াজ। কিন্তু সেটা প্রত্যাখ্যান করায় জীবন দিয়ে মূল্য দিতে হল নেহাকে।


নেহার বাবা নিরঞ্জন হিরেমথ কর্ণাটকের হুব্বালি ধারওয়াড় মিউনিসিপ্যাল কর্পোরেশনের কংগ্রেস কাউন্সিলর। খুনের অভিযোগে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে ফায়াজকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার অভিযুক্ত যুবক কলেজ ক্যাম্পাসের ভিতরেই নেহাকে কুপিয়ে খুন করে পালিয়ে যায়। কলেজের বাকি পড়ুয়ারা নেহাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
সিসিটিভি (CCTV) ফুটেজ খতিয়ে দেখে ফায়াজকে চিহ্নিত করে ওইদিন রাতেই গ্রেফতার করা হয় তাঁকে।

ভোটের আবহে এই ঘটনাকে কেন্দ্র করে প্রবল।উত্তেজনা ছড়িয়ে পড়েছে দক্ষিণের এই রাজ্যে। অভিযুক্তের শাস্তির দাবিতে আসরে নেমে পড়েছে বিরোধী ছাত্র সংগঠনগুলি। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad