মুর্শিদাবাদের বেলডাঙ্গায় চড়ক পূজোর দিন একাধিক জায়গায় শিবভক্তদের উপর হামলা ও মন্দিরের ওপর আক্রমণের ঘটনা ঘটেছে।
Miscreants are vandalising Religious Places at Maujampur & Mirzapur under the Beldanga Police Station, in the Murshidabad Police District, since afternoon.
— Suvendu Adhikari (Modi Ka Parivar) (@SuvenduWB) April 13, 2024
They are even targeting homes of innocent people and carrying out unabated destruction. The power supply has been… pic.twitter.com/MENrscc5vb
জানা গেছে, শনিবার বিকেল ছয়টা নাগাদ চড়ক পূজোর দিন মুর্শিদাবাদ জেলার বেলডাঙা থানার কামনগর গ্রাম পঞ্চায়েতের কামনগর গ্রামে কয়েকজন গাজন সন্ন্যাসী টোটোয় চড়ে গ্রামের মন্দিরে ফিরছিলেন। তারা ভগবান শিবের স্তুতি করছিলেন। সেই অপরাধে স্থানীয় কয়েকজন মুসলিম জনতা তাদের ওপর হামলা চালায়। সেই হামলায় অন্তত ১৮ থেকে ২০ জন সন্ন্যাসী আহত হয়েছেন বলে জানান কামনগর পঞ্চায়েতের বিজেপি প্রধান বাপন ঘোষ। তিনি জানান শুধু গাজনের সন্ন্যাসীদের উপর হামলাই নয়, বিজেপি পার্টি অফিসে অগ্নিসংযোগ করে।একটা মুদিখানার দোকানে হামলা চালায় ও দোকান ভাঙচুর চালায় বলে জানান বাপন ঘোষ। এ নিয়ে থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানান তিনি।
এর পাশাপাশি ওই দিনে বেলডাঙা, সালার, শক্তিপুর থানার অন্তর্গত মির্জাপুর, কুমারপুর ও তালিতপুরসহ একাধিক এলাকায় মন্দিরে হামলা এবং প্রতিমা ভাঙচুরের অভিযোগ রয়েছে স্থানীয় মুসলিম দুষ্কৃতীদের ওপর। এমনকি কুমারপুরের শিবমন্দিরের ভিতরে মুসলিম দুষ্কৃতীরা প্রস্রাব করে বলে অভিযোগ।
আরোও পড়ুন : মুর্শিদাবাদ জেলার আলমপুর গ্রামে কালী মন্দিরে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হল মা কালীর মূর্তি
মন্দিরে ভাঙচুরের ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি উক্ত ঘটনার সম্বন্ধে এক্স হ্যান্ডেলে লিখেন,'মুর্শিদাবাদের বেলডাঙা থানার অন্তর্গত মৌজামপুর ও মির্জাপুরে দুপুর থেকে দুষ্কৃতীরা ধর্মীয় স্থান ভাঙচুর করেছে। এমনকি তারা নিরপরাধ মানুষের বাড়িঘর টার্গেট করছে এবং নিরবচ্ছিন্ন ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। ধ্বংসযজ্ঞে সহায়তার জন্য বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করা হয়েছে। আমি মুখ্য সচিব শ্রী বি. পি. গোপালিকা (IAS), DGP WB Police বিপুলিশ শ্রী সঞ্জয় মুখার্জি (IPS), ADG আইন ও শৃঙ্খলাকে অনুরোধ করছি অবিলম্বে এই ঘটনার হস্তক্ষেপ করুন এবং যত তাড়াতাড়ি সম্ভব ভাঙচুর বন্ধ করুন। নির্বাচন কমিশনের উচিত সচেতনতা নেওয়া এবং এলাকায় স্বাভাবিকতা পুনরুদ্ধারের জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া।'
কামনগর পঞ্চায়েতের বিজেপি প্রধান বাপন ঘোষের অভিযোগ, "মুর্শিদাবাদের হিন্দুরা একটা স্বাধীন রাষ্ট্রে বসবাস করেও স্বাধীনতা থেকে বঞ্চিত। আমাদের প্রতিনিয়ত মুসলিমদের নিশানা হতে হয়। এমনকি হিন্দুদের মৃতদেহ নিয়ে যাওয়ার সময় খোল করতাল বাজিয়ে 'হরিবোল' দেওয়া নিয়ম। কিন্তু মুসলমানরা পুলিশের সাহায্য নিয়ে আমাদের সেই প্রথা পালন করতে দেয় না।' তিনি এই বিষয়ে পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.