শুক্রবার নিজের লোকসভা কেন্দ্র গান্ধীনগরে মনোনয়ন জমা দেওয়ার পর এমনই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অমিত শাহ। তিনি বলেন, '৪০০ আসন নিয়ে ফের ক্ষমতায় ফিরবে এনডিএ (NDA)।
গোটা দেশের পাশাপাশি দক্ষিণ ভারতেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)-র জনপ্রিয়তা ব্যাপক বেড়েছে তা এই নির্বাচনে প্রতিফলিত হবে। আমি নিশ্চিত, এবার দক্ষিণ ভারতে আমাদের সর্বকালের সেরা ফল হবে।তামিলনাড়ু, কেরল, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা ও কর্ণাটকে আমাদের দুর্দান্ত ফল হবে। দক্ষিণ ভারতজুড়ে প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা অসম্ভব বাড়ার কারণেই আমাদের সেই রাজ্য -গুলিতে অনেক ভোট বাড়বে।'
গত লোকসভা নির্বাচনে বিজেপি একাই ৩০৩ আসনে জয়লাভ করে। কিন্তু কেন্দ্রশাসিত পুদুচেরি আসনটি ধরে দক্ষিণ ভারতের ১৩০টি আসনের মধ্যে বিজেপি পেয়েছিল মাত্র ২৯ টি আসন। এর মধ্যে শুধু কর্ণাটক থেকে ২৫ এবং তেলেঙ্গানা থেকে ৪ টি আসনে জয় পেয়েছিল বিজেপি (BJP)। তাই গোটা গেরুয়া শিবির ভালো করেই জানে, সমগ্র দক্ষিণ ভারতজুড়ে আসন বাড়াতে না পারলে ৪০০ আসনের টার্গেটে পৌঁছনো যাবে না। সেই লক্ষ্যে বিগত বেশ কয়েক মাস ধরে কেরল, তামিলনাড়ুসহ দক্ষিণের রাজ্যগুলিতে একাধিক -বার সফর করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।
সবচেয়ে বড়ো কথা, নতুন সংসদ ভবনে তামিলনাড়ুর ঐতিহ্যশালী ‘সেঙ্গল’ স্থান পেয়েছে। অসংখ্য জনমুখী প্রকল্পের সূচনা সব মিলিয়ে এবার দক্ষিণ ভারতেও গেরুয়া ঝড় দেখা যাবে বলে বিজেপির দাবি। বিভিন্ন ভোট সমীক্ষা থেকেও সেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
গত লোকসভা নির্বাচনে তামিলনাডুতে বিজেপি ভোট পেয়েছিল মাত্র ৩.৭ শতাংশ। ২০১৪ সালে তারা পেয়েছিল ৫.৫ শতাংশ। অর্থাৎ গতবার তামিলনাডুতে বিজেপির ভোট কমেছিল। তবে কেরলে বিজেপির ভোট ৩ শতাংশ বেড়ে গতবার হয়েছিল ১৩ শতাংশ। এই পরিস্থিতিতে লোকসভা
নির্বাচনে প্রত্যেকটি রাজ্যেই বিজেপির ভোট বিপুল ভাবে বাড়তে চলেছে বলে শুক্রবার দাবি করেছেন শাহ।
নিজের লোকসভা কেন্দ্র গান্ধীনগর নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “গান্ধীনগর কেন্দ্র থেকে মনোনয়ন জমা দিলাম। আমি গর্বিত যে, বিজেপি আমাকে এই আসনে প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছে। এই কেন্দ্র থেকে শ্রদ্ধেয় লালকৃষ্ণ আদবানি এবং অটলবিহারী বাজপেয়ী প্রতিনিধিত্ব করেছিলেন। গত তিন দশক ধরে আমি এখানকার বিধায়ক ও সাংসদ হিসাবে দায়িত্ব পালন করেছি।' এছাড়া মনোনয়ন জমা দেওয়ার সময়টিকে ‘বিজয় মুহূর্ত' বলেও বর্ণনা করেছেন অমিত শাহ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.