যোগদানকারী বিশ্বজিৎ কর্মকার বলেন, 'বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি।আমাকে জায়গা দিয়েছে মানুষের কাজ করার জন্য। আমি মানুষের জন্য কাজ করতে চাই। তাই বিজেপির সঙ্গে যুক্ত হয়ে আগামী দিনে মেদিনীপুর কঙ্কাবতী গ্রাম পঞ্চায়েত এলাকায় মানুষের পাশে থেকে উন্নয়নের কাজ করব।’
মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অগ্নিমিত্রা বলেন, ‘মেদিনীপুর জেলায় অনেক তৃণমূল কর্মী মুখিয়ে রয়েছেন বিজেপিতে যোগ দেওয়ার জন্য। শাসকদল ভয় দেখাচ্ছে বিভিন্নভাবে। তাই তাঁরা ভয়ে যোগ দিতে পারছেন না।'
প্রসঙ্গত, যোগদানকারীরা তৃণমূল কর্মী হিসাবেই পরিচিত। গতবার পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের তরফে টিকিট না পাওয়ায় নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেন। কঙ্কাবতী গ্রাম পঞ্চায়েতে জয়ী হন বিশ্বজিৎ কর্মকারসহ পাঁচজন নির্দল সদস্য। এদিন তিনশোরও বেশি মানুষ বিজেপির পতাকা হাতে তুলে নেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.