SSC Recruitment Scam : যোগ্যদের চাকরি চায় বিজেপি কথা দিলেন সুকান্ত  মজুমদার - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

SSC Recruitment Scam : যোগ্যদের চাকরি চায় বিজেপি কথা দিলেন সুকান্ত  মজুমদার

Ssc recruitment scam


কলকাতা :
এসএসসি (SSC) দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের রায়ের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পদত্যাগের পাশাপাশি যোগ্যদের চাকরি দেওয়ার দাবি তুলল 
বিজেপি (BJP)।p


সোমবার রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder) বলেন, ‘এই রায় প্রমাণ করল, তৃণমূল শিক্ষকতার মতো একটি সম্মানজনক পেশাকে হাঁস, মুরগি, গরু, ছাগলের মতো বাজারে বিক্রি করেছে। এই রায়ের ফলে হাজার হাজার পরিবার অথৈ জলে পড়বে। এর দায় প্রশাসনিক প্রধান হিসাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-র তাই কালবিলম্ব না করে উনি পদত্যাগ করুন।'

বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) বলেছেন, 'আমরা চাই, যোগ্যদের চাকরি দেওয়া হোক। তার ব্যবস্থা করতে হবে।' ঘটনা হল, যোগ্যদের চাকরির দাবি জানাচ্ছে সব মহল। 

বহুদিন ধরেই চাকরির দাবিতে যোগ্যরা রাস্তায় বসে আন্দোলন করছেন। তাঁদের পাশে দাঁড়িয়েছেন রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। যেভাবে চাকরি বিক্রি করা হয়েছে, তা নিয়ে বিরোধীদের বহুবার কড়া প্রতিক্রিয়া দিতে দেখা গিয়েছে। তবে সোমবার কলকাতা হাইকোর্টের ‘ঐতিহাসিক' রায়ের পর গোটা বিষয়টি অন্য মাত্রা পেয়েছে। সেই সূত্রে যোগ্যদের চাকরির পাশাপাশি মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইল রাজ্য বিজেপি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad