নয়া দিল্লি : লোকসভা নির্বাচনের আগে আইএস (IS) জঙ্গিদের টার্গেটে ছিলেন বেশ কয়েকজন ভিআইপি (VIP) ও ভিভিআইপি (VVIP) এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এনআইএ (NIA)-র তদন্তে।
বেঙ্গালুরু বিস্ফোরণ ঘটনার তদন্তে নেমে এমনটাই জানতে পেরেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। জানা গিয়েছে, সমাবেশে হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্বদের ওপর হামলা চালানোর ছক কষেছিল বিস্ফোরণকাণ্ডে যুক্ত আইএস জঙ্গিরা। তাই কোন রাজ্যে এবং কোন কোন ভিআইপি তাদের টার্গেটে ছিল, সেটা ধৃত জঙ্গিদের জেরা করে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। আর সেই সূত্রে উঠে এসেছে ‘ভাই' নামে এক আইএস জঙ্গির নাম। ওই জঙ্গিই এ-ব্যাপারে মদত দিচ্ছিল বলে জানা গিয়েছে। 'ভাই' নামে সেই জঙ্গিকে এবার চিহ্নিত করার চেষ্টা করছেন তদন্তকারীরা। সূত্রের খবর, 'ভাই' নামে ওই জঙ্গি পূর্ব মেদিনীপুরের এগরার বাসিন্দা হতে পারে।
বেঙ্গালুরু বিস্ফোরণ কাণ্ডে ইতিমধ্যেই এনআইএ গ্রেফতার করেছে আবদুল মতিন আহমেদ ত্বহা ও মুসাভির হুসেন সাজিব নামে দুই আইএস জঙ্গিকে। তাদের জেরা করে এ-ব্যাপারে লিঙ্কম্যানের সন্ধান চালাচ্ছে এনআইএ। সেই সূত্রেই
'ভাই' নামে ওই সন্দেহভাজনের নাম উঠে এসেছে।
তদন্তকারীরা আরও জানতে পেরেছেন, কোনও সমাবেশে নাশকতামূলক ঘটনা ঘটিয়ে বাংলাদেশ বা নেপাল হয়ে পালানোর ছক কষছিল জঙ্গিরা। এমনকী ধৃত দুই জঙ্গি কয়েক দিনের জন্য।ত্রিপুরাতেও গিয়েছিল বলে তদন্তকারীরা একটি সূত্রে খবর পেয়েছেন।
লোকসভা নির্বাচনের প্রচারে অংশ নিচ্ছেন প্রত্যেকটি রাজনৈতিক দলের হেভিওয়েট নেতা নেত্রী। তাই প্রায় সবকটি রাজ্যেই প্রতিদিন বেশ কয়েকটি করে সমাবেশ করা হচ্ছে। সম্ভবত সেই সুযোগই নিতে চেয়েছিল জঙ্গিরা।
একটি সূত্রে জানা গিয়েছে, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা -র মতো কয়েকটি রাজ্যকে টার্গেট করেছিল জঙ্গিরা। এই রাজ্যগুলির সভা-সমাবেশে কোন কোন ভিআইপি উপস্থিত থাকবেন, তা নিয়েও খোঁজখবর রাখতে শুরু করেছিল মতিন ও মুসাভির, এমনটাই খবর।
এদিকে চলতি মাসের প্রথমদিকে ভারত-নেপাল সীমান্তে ধরা পড়ে তিন হিজবুল জঙ্গি। তাদের জেরা করে উত্তরপ্রদেশ পুলিশের সন্ত্রাস দমন শাখা ATS জানতে পেরেছে, নির্বাচনের সময়ে ভারতে হামলার ছক ছিল তাদের। ওই তিন জঙ্গি হল মহম্মদ আলতাফ বাট, সৈয়দ গজনফর ও নাসির আলি।
তদন্তে এটিএস জানতে পারে, উত্তরপ্রদেশ থেকে দিল্লি হয়ে কাশ্মীর যাওয়ার কথা ছিল তাদের। নির্বাচন পর্বে তারা কোথাও হামলার ছক কষেছিল কি না, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
সব মিলিয়ে নির্বাচনের আগে হেভিওয়েট রাজনৈতিক নেতৃত্বের সভা-সমাবেশ ঘিরে নিরাপত্তা যে আগামী দিন আরও বাড়বে, সেটা বলাই যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.