মুম্বাই : তীব্র গরমে একটু আরাম পেতে অনলাইনে আইসক্রিম অর্ডার করেছিলেন মুম্বইয়ের চিকিৎসক ওরলেম ব্র্যান্ডন সেরাও। কিন্তু এরপর তাঁর যে অভিজ্ঞতা হল তা হার মানাবে কোনও সিনেমার চিত্রনাট্যকেও।
আইসক্রিমে কামড় দিতেও তাঁর মুখে ঠেকল মানুষের একটি কাটা আঙুল। বিষয়টি বুঝতে পেরে প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা হয় ওই চিকিৎসকের। শেষ পর্যন্ত মুম্বইয়ের মালাডে থানায় একটি মামলা দায়ের করেন।
জানা গিয়েছে, মালাডেরই বাসিন্দা ওই চিকিৎক ওরলেম। তাঁর বোনকে তিনি একটি আইসক্রিম অর্ডার করতে বলেছিলেন। আইসক্রিমটি ডেলিভারি দেওয়ার পর তিনি তাতে কামড় বসান সঙ্গে সঙ্গে তাঁর দাঁতে শক্তজাতীয় একটি বস্তু ঠেকে। প্রথমে তিনি ভেবেছিলেন সেটি কোনও বাদাম হবে। কিন্তু জোরে কামড় দিতেই বুঝতে পারেন তাঁর ধারণা ভুল। হাতে এনে দেখেন সেটি মানুষের একটি কাটা
আঙুল। সঙ্গে সঙ্গেই গোটা ঘটনা তিনি ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।
একইসঙ্গে জানান, তিনি অত্যন্ত সৌভাগ্যশালী যে আঙুল -টি তিনি গিলে ফেলেননি। ওরলেম বলেন, আমি একজন চিকিৎসক। তাই আমি যখন আইসক্রিমে থাকা ওই বস্তুটি ভাল করে পরীক্ষা করি, তখন বুঝতে পারি সেটা আসলে কোনও মানুষের একটি কাটা আঙুল। আঙুলটিতে আমি নখও দেখতে পাই। পরে আঙুলের টুকরোটি থানায় নিয়ে গিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেন চিকিৎসক। যে অ্যাপ থেকে ওই আইসক্রিমটি অর্ডার করা হয়েছিল তার বিরুদ্ধে খাদ্যে ভেজাল এবং মানবজীবনকে বিপদে ফেলার অভিযোগে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ।
কাটা আঙুলের টুকরোটি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। গোটা ঘটনা নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে মায়ানগরীতে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.