Agnimitra Paul : দূর্গাপুরে স্বামীর কাজ ফেরাতে স্ত্রীকে রাত্রিবাসের কুপ্রস্তাব। অভিযুক্ত তৃনমূল। শাস্তির দাবিতে থানায় বিক্ষোভ অগ্নিমিত্রার - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

Agnimitra Paul : দূর্গাপুরে স্বামীর কাজ ফেরাতে স্ত্রীকে রাত্রিবাসের কুপ্রস্তাব। অভিযুক্ত তৃনমূল। শাস্তির দাবিতে থানায় বিক্ষোভ অগ্নিমিত্রার

Agnimitra Paul protests at police station against TMC leaders demanding punishment in durgapur

দুর্গাপুর :  সন্দেশখালির  ছায়া এবার দূর্গাপুরে। অবৈধ মদের দোকান বন্ধের প্রতিবাদ করায় ভোট মিটতে দলেরই কর্মীদের হিংসার

শিকার হতে হয় দুর্গাপুর ২৩ নম্বর ওয়ার্ডের নবীনপল্লির এক মহিলা তৃণমূলকর্মীকে।


অভিযোগ, ভোট মিটতেই ওই নির্যাতিতার স্বামীকে ঠিকাদারির কাজ থেকে সরিয়ে দেওয়া হয়। দলীয় নেতৃত্বের কাছে স্বামীর কাজ ফেরানোর দাবি জানালে গত ২১ জুন‌ তৃণমূলের স্থানীয় নেতৃত্ব তাঁদের সঙ্গে রাত্রিবাসের প্রস্তাব দেন বলে অভিযোগ। ফতোয়া না মানায় ওই মহিলা -কে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। শেষমেশ মানসিক চাপের মুখে আত্মহত্যার চেষ্টা করেন ওই বধূ। নিজের বাড়িতেই স্থানীয় থানার ওসির নামে গোটা ঘটনা উল্লেখ করে দু’পাতার সুইসাইড নোট লেখেন তিনি। তারপর বাড়িতেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।‌ প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। 


খবর চাউর হতেই প্রতিবাদে সরব হন স্থানীয় মহিলারা। ঘটনায় গর্জে ওঠেন রাজ্য বিজেপি নেত্রী, তথা আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, ‘পশ্চিমবাংলাকে পাকিস্তান, আফগানিস্তান হতে দিচ্ছি না। আসন কম পেলেও ভোট বেড়েছে বিজেপির। তাই রাজ্যে মহিলাদের ওপর অত্যাচার বিজেপি মানবে না। রাস্তায় নেমে আন্দোলন করবে।' 


যদিও অভিযোগ অস্বীকার করে দুর্গাপুর ২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি পরিমল হালদার বলেন, 'বিরোধীদের ফাঁদে পা দিয়ে ওই বধূ আত্মহত্যার নামে‌ আমাদের কর্মীদের বদনাম করছে। কিন্তু আমরা দুর্গাপুরকে সন্দেশখালি হতে দেব না।'


পুলিশ জানিয়েছে, নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে দুজন -কে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। নির্যাতিতা -র বান্ধবী অপর্ণা বাউরি জানান, গত কয়েক বছর ধরে এলাকায় অবৈধ মদের রমরমা কারবার চলছে। তার সঙ্গে জুয়া-সাট্টা চলে। ওইসব অসামাজিক কাজের জন্য এলাকার ছেলেদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad