দুর্গাপুর : সন্দেশখালির ছায়া এবার দূর্গাপুরে। অবৈধ মদের দোকান বন্ধের প্রতিবাদ করায় ভোট মিটতে দলেরই কর্মীদের হিংসার
শিকার হতে হয় দুর্গাপুর ২৩ নম্বর ওয়ার্ডের নবীনপল্লির এক মহিলা তৃণমূলকর্মীকে।আজ দুর্গাপুরের ড্রিমল্যান্ড হাসপাতালে আমার এক বোনের সাথে দেখা করে এলাম যাকে তৃণমূল নেতারা এক রাতের বিনিময়ে স্বামীর চাকরি ফিরিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। নারী সম্মান এই রাজ্যে তলানিতে পৌঁছে গেছে। আমি এই বোনের পাশে আছি এবং ওনাকে সুবিচার পাইয়ে দিতে আমি যতদূর যেতে হয় যাবো। pic.twitter.com/mbSeR7qlHP
— Agnimitra Paul BJP (@paulagnimitra1) June 23, 2024
অভিযোগ, ভোট মিটতেই ওই নির্যাতিতার স্বামীকে ঠিকাদারির কাজ থেকে সরিয়ে দেওয়া হয়। দলীয় নেতৃত্বের কাছে স্বামীর কাজ ফেরানোর দাবি জানালে গত ২১ জুন তৃণমূলের স্থানীয় নেতৃত্ব তাঁদের সঙ্গে রাত্রিবাসের প্রস্তাব দেন বলে অভিযোগ। ফতোয়া না মানায় ওই মহিলা -কে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। শেষমেশ মানসিক চাপের মুখে আত্মহত্যার চেষ্টা করেন ওই বধূ। নিজের বাড়িতেই স্থানীয় থানার ওসির নামে গোটা ঘটনা উল্লেখ করে দু’পাতার সুইসাইড নোট লেখেন তিনি। তারপর বাড়িতেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
খবর চাউর হতেই প্রতিবাদে সরব হন স্থানীয় মহিলারা। ঘটনায় গর্জে ওঠেন রাজ্য বিজেপি নেত্রী, তথা আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, ‘পশ্চিমবাংলাকে পাকিস্তান, আফগানিস্তান হতে দিচ্ছি না। আসন কম পেলেও ভোট বেড়েছে বিজেপির। তাই রাজ্যে মহিলাদের ওপর অত্যাচার বিজেপি মানবে না। রাস্তায় নেমে আন্দোলন করবে।'
যদিও অভিযোগ অস্বীকার করে দুর্গাপুর ২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি পরিমল হালদার বলেন, 'বিরোধীদের ফাঁদে পা দিয়ে ওই বধূ আত্মহত্যার নামে আমাদের কর্মীদের বদনাম করছে। কিন্তু আমরা দুর্গাপুরকে সন্দেশখালি হতে দেব না।'
পুলিশ জানিয়েছে, নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে দুজন -কে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। নির্যাতিতা -র বান্ধবী অপর্ণা বাউরি জানান, গত কয়েক বছর ধরে এলাকায় অবৈধ মদের রমরমা কারবার চলছে। তার সঙ্গে জুয়া-সাট্টা চলে। ওইসব অসামাজিক কাজের জন্য এলাকার ছেলেদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.