ইন্ডিয়া জোটের সামনেও বিপদ! শাস্তির মুখে ইন্ডিয়া জোটের ছয় সাংসদ, চিন্তায় রাহুলরা। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

রবিবার, ১৬ জুন, ২০২৪

ইন্ডিয়া জোটের সামনেও বিপদ! শাস্তির মুখে ইন্ডিয়া জোটের ছয় সাংসদ, চিন্তায় রাহুলরা।

Six MPs of the India Alliance may be punishment

ইন্ডিয়া (I.N.D.I.A) জোটের ছয় সাংসদের বিরুদ্ধে ঝুলছে শাস্তির খাঁড়া। আদালতের রায়ে যে-কোনও মুহূর্তে তাঁদের জেল হতে পারে। যদি আদালতের রায় তাঁদের বিরুদ্ধে যায়, তবে এই সাংসদদের আড়াই বছরের জেল হতে পারে‌। ফলে‌ হারাতে হতে পারে সাংসদ পদও। এমন অবস্থায় উত্তর-প্রদেশে রাহুল-অখিলেশের বিজয় মুকুট খসে পড়তে পারে। এই তালিকায় রয়েছেন উত্তরপ্রদেশের গাজিপুরের সমাজবাদী পার্টি সাংসদ আফজল‌ আনসারি। ইতিমধ্যেই তাঁকে গ্যাংস্টার আইনে চার বছরের সাজা দেওয়া হয়েছে। যদিও এলাহাবাদ‌ হাইকোর্ট সেই শাস্তিতে স্থগিতাদেশ‌ জারি করে ভোটে লড়াইয়ের অনুমতি দেয়। আগামী জুলাইয়ে এই মামলায় ফের শুনানি হবে। যদি আদালত আফসারির সাজা বহাল রাখে, তবে তাঁকে লোকসভার সদস্য‌পদ‌ হারাতে হবে।


আজমগড় আসন থেকে সপা (সমাজবাদী পার্টি)-র টিকিটে জয়ী ধর্মেন্দ্র যাদবের‌ বিরুদ্ধেও চারটি অপরাধী মামলা ঝুলে রয়েছে। তাঁরও যদি কোনও‌ একটি মামলায় ২ বছরের সাজা হয়, তাহলে লোকসভার সাংসদ পদ হারাতে হবে। 


অন্যদিকে, বাবু সিং কুশওয়াহা জৌনপুর কেন্দ্রের সাংসদ নির্বাচিত হয়েছেন। প্রায় ১০ বছর রাজনীতি থেকে স্বেচ্ছা নির্বাসিত বাবু সিংয়ের বিরুদ্ধে ২৫টি‌ মামলা রয়েছে। তার মধ্যে ৮‌ টিতে চার্জ গঠন করা হয়েছে। মায়াবতী‌ জমানার এই মন্ত্রী বিভিন্ন দুর্নীতির‌ মামলায় অভিযুক্ত।


সুলতানপুরে বিজেপি প্রার্থী মানেকা গান্ধীকে পরাজিত করেছেন‌ সপার রামভুয়াল নিশাদ। তাঁর‌ বিরুদ্ধে রয়েছে ৮ টি মামলা। তার মধ্যে একটি হল গ্যাংস্টার আইনে।‌ আরও এক সমাজবাদী পার্টির প্রার্থী‌ হলেন বীরেন্দ্র সিং।


এবারের ভোটে প্রাক্তন মন্ত্রী মহেন্দ্ৰনাথ পাণ্ডাকে পরাজিত করে জিতেছেন। চান্ডৌলি লোকসভা কেন্দ্রের এই সাংসদের বিরুদ্ধেও রয়েছে ফৌজদারি মামলা। তাতে যদি তিনি দোষী সাব্যস্ত হন তাহলে লোকসভা থেকে বরখাস্ত অবশ্যম্ভাবী। 


অন্যদিকে, কংগ্রেসের ইমরান মাসুদের বিরুদ্ধে ৮ টি মামলা রয়েছে। সাহারানপুরের এই সাংসদের বিরুদ্ধে আর্থিক তছরুপের তদন্ত করছে ইডি। দু'টি মামলায় তাঁর বিরুদ্ধে চার্জ গঠন করাও হয়ে গিয়েছে। ইন্ডিয়া জোটের এই ৬ জন ছাড়াও আজাদ সমাজ পার্টির চন্দ্রশেখর আজাদের বিরুদ্ধেও ফৌজদারি মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে থাকা ৩০ টির বেশি মামলার মধ্যে যদি কোনও একটি মামলায় দোষী সাব্যস্ত হন, তবে তাঁকেও সাংসদ পদ থেকে হাত ধুতে হবে। এমন পরিস্থিতিতে লোকসভা নির্বাচনে ভালো ফল করলেও সিঁদরে মেঘ দেখছে ইন্ডিয়া শিবির।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad