ত্রিপুরা : আসন্ন ত্রিপুরা পঞ্চায়েত নির্বাচনে বিপুল সংখ্যক আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল বিজেপি (BJP)। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, ৭১ শতাংশ আসনে ভোটের আগেই জিতে গিয়েছেন বিজেপি প্রার্থীরা।
আগামী ৮ আগস্ট ত্রিপুরায় হতে চলেছে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। যার ফলাফল প্রকাশিত হবে ১২ আগস্ট। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ পেরিয়ে যাওয়ার পর মঙ্গলবার ত্রিপুরা নির্বাচন কমিশন যে তথ্য প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে, গ্রাম পঞ্চায়েতের ২৯ শতাংশ আসনে ৮ আগস্ট নির্বাচন হবে। বাকি ৭১ শতাংশ আসনে জিতে গিয়েছে বিজেপি।
তথ্য বলছে, পঞ্চায়েতের তিনটি স্তর মিলিয়ে ৬,৮৮৯টি আসনের মধ্যে ৪,৮০৫টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে বিজেপি। যথারীতি বিজেপির বিরুদ্ধে সীমাহীন সন্ত্রাসের অভিযোগে সরব হয়েছে বিরোধীরা। ত্রিপুরা কংগ্রেসের সভাপতি আশিস সাহা এ-বিষয়ে বলেন, ‘বিজেপির পক্ষে জনসমর্থন নেই। তাই ওরা সন্ত্রাস করে বিরোধীদের মনোনয়ন দিতে দেয়নি।' পালটা বিজেপি মুখপাত্র নব্যেন্দু ভট্টাচার্য বলেন, 'বিরোধীরা মিথ্যা অভিযোগ করছে। ওরা প্রার্থীই খুঁজে পায়নি। তাই সব আসনে প্রার্থী দিতে পারেনি। এতে আমাদের কী করার আছে?'
ত্রিপুরার নির্বাচন কমিশনার অসিত দাস জানিয়েছেন, গ্রাম পঞ্চায়েতে যে আসনগুলিতে ভোট হচ্ছে, তার মধ্যে বিজেপি ১,৮০৯, সিপিএম ১,২২২, কংগ্রেস ৭৩১, বিজেপির সহযোগী তিপ্ৰা মথা ১৩৮ আসনে লড়ছে।
গ্রাম পঞ্চায়েতের পাশাপাশি পঞ্চায়েত সমিতির ৫৫ শতাংশ এবং জেলা পরিষদের ১৬ শতাংশ আসনেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি প্রার্থীরা জিতে গিয়েছেন বলে রাজ্য নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে।
পঞ্চায়েত সমিতির ৪২৩ আসনের মধ্যে ইতিমধ্যেই বিজেপি জিতে গিয়েছে ২৩৫ টিতে। বাকি আসনগুলির মধ্যে বিজেপি ১৮৮ সিপিএম ১৪৮ এবং কংগ্রেস ৯৮ টিতে লড়ছে।
জনসমর্থন নেই। তাই ওরা সন্ত্রাস করে বিরোধীদের মনোনয়ন দিতে দেয়নি।' পালটা বিজেপি মুখপাত্র নব্যেন্দু ভট্টাচার্য বলেন, 'বিরোধীরা মিথ্যা অভিযোগ করছে। ওরা প্রার্থীই খুঁজে পায়নি। তাই সব আসনে প্রার্থী দিতে পারেনি। এতে আমাদের কী করার আছে?'
ত্রিপুরার নির্বাচন কমিশনার অসিত দাস জানিয়েছেন, গ্রাম পঞ্চায়েতে যে আসনগুলিতে ভোট হচ্ছে, তার মধ্যে বিজেপি ১,৮০৯, সিপিএম ১,২২২, কংগ্রেস ৭৩১, বিজেপি -র সহযোগী তিপ্ৰা মথা ১৩৮ আসনে লড়ছে। গ্রাম পঞ্চায়েতের পাশাপাশি পঞ্চায়েত সমিতির ৫৫ শতাংশ এবং জেলা পরিষদের ১৬ শতাংশ আসনেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি প্রার্থীরা জিতে গিয়েছেন বলে রাজ্য নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে।
পঞ্চায়েত সমিতির ৪২৩ আসনের মধ্যে ইতিমধ্যেই বিজেপি
জিতে গিয়েছে ২৩৫ টিতে। বাকি আসনগুলির মধ্যে বিজেপি ১৮৮ সিপিএম ১৪৮ এবং কংগ্রেস ৯৮ টিতে লড়ছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.