পশ্চিমবঙ্গ : এবার বাংলাদেশের ছায়া এপার বাংলায়। পশ্চিমবঙ্গে এক হিন্দু পরিবারের ওপর হামলার খবর পাওয়া গেছে। নিমতা পাইকপাড়ায় এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। হামলার সময় রোহিঙ্গাদের একটি দল ঘরে ঢুকে দেবদেবীর মূর্তি ভেঙে ফেলে। যার সঙ্গে তার বিবাদ ছিল সেই বাড়ির লোককেও আঘাত করে।
ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ ইউনিট তার টুইটে একটি ভিডিও শেয়ার করেছে। এই ভিডিওটি সেই বাড়িরই যেখানে হামলা হয়েছিল৷ ভিডিওতে ভিকটিমকে উক্ত ঘটনার বর্ণনা করতে দেখা যাচ্ছে।
ভিডিওটি শেয়ার করে বঙ্গ বিজেপি লিখেছে, ১৫০-২০০ রোহিঙ্গা নিমতা পাইকপাড়ার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিশ্বজিৎ মণ্ডলের বাড়িতে ঢুকে ভাঙচুর করে, তার জিনিসপত্র ভেঙে দেয় এবং তার মূর্তি ভেঙে ফেলে।
বঙ্গ বিজেপি প্রশ্ন করেছে, “তাঁর (বিশ্বজিৎ মণ্ডল) অপরাধ কী ছিল? শুধুমাত্র তখনই যখন একজন মুসলিম ব্যক্তি তাকে “সালাম আলেকুম” বলে অভিবাদন জানায়, তখন তিনি ‘জয় শ্রী রাম’ বলে জবাব দেন। "তখন এই রোহিঙ্গারা, জিহাদিদের দ্বারা সমর্থিত, তাদের আক্রমণ করে।"
রাতে ওই পরিবারের ওপর হামলা চালানো হয় বলে জানা গেছে। এ সময় উত্তেজিত জনতা বাড়ি ভাঙচুর ও মারধোর করলে বিশ্বজিৎ মণ্ডলের স্ত্রী তাদের হাত-পা ধরে চলে যেতে বললে তারা তার বুকে হাত দেয়।
Biswajit Mondal, a resident of Nimta Paikpara's Ward 5, had his house vandalized by 150-200 Rohingyas who entered his home, broke his belongings, and broke his idols. What was his crime? When a Muslim person greeted him with "Salalam Alaikum", he replied with "Jai Shri Ram".… pic.twitter.com/xgolb5iFpz
— BJP West Bengal (@BJP4Bengal) August 13, 2024
উল্লেখ্য, কয়েকদিন আগে বাংলাদেশ থেকে হিন্দু পরিবারের ওপর হামলার খবর আসছিল। সেখানে হিংস্র জনতা বেছে বেছে হিন্দুদের বাড়িঘর লক্ষ্য করে আক্রমণ করে মন্দির ভেঙে ফেলে, লুটপাট চালায়, শিশুদের অপহরণ করে। অনেক হিন্দু রাস্তায় নেমে প্রতিবাদ করলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.