স্বাধীনতা দিবসের প্রাক্কালে গ্রেফতার মোস্ট ওয়ান্টেড আইএস জঙ্গি রিজওয়ান আলি - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

রবিবার, ১১ আগস্ট, ২০২৪

স্বাধীনতা দিবসের প্রাক্কালে গ্রেফতার মোস্ট ওয়ান্টেড আইএস জঙ্গি রিজওয়ান আলি

Is module linked terrorist Rizwan Ali arrested

স্বাধীনতা দিবসের ঠিক আগে বড়ো সাফল্য এল দিল্লি পুলিশের হাতে। গ্রেফতার হল মোস্ট ওয়ান্টেড আইএস (IS) জঙ্গি রিজওয়ান আলি (Rizwan Ali)। তার মাথার দাম ছিল তিন লক্ষ টাকা। দীর্ঘদিন ধরেই এই জঙ্গির সন্ধানে ছিল পুলিশ।


শুক্রবার দিল্লি পুলিশের স্পেশাল টিম রিজওয়ানকে গ্রেফতার করে।  তার কাছ থেকে একাধিক আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে। দিল্লি ছাড়াও মুম্বই, পুণে-সহ একাধিক জায়গায় বহু অপরাধ মূলক কাজ করেছে সে ও তার গ্যাং। অনেকদিন ধরেই তার গতিবিধির ওপর নজর রাখছিলেন গোয়েন্দারা। খবর আসে যে, দরিয়াগঞ্জে আত্মগোপন করে আছে রিজওয়ান। আর তারপরই শুক্রবার সেখানে তল্লাশি অভিযান চালিয়ে এই IS জঙ্গিকে গ্রেফতার করে পুলিশ। 


দিল্লিতে বেশকিছু এলাকায় সে বিস্ফোরণের ছক কষছিল বলে দাবি পুলিশের। প্রসঙ্গত, দরিয়াগঞ্জের বাসিন্দা রিজওয়ানকে দীর্ঘদিন ধরেই খুঁজছিল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA)। পুণে আইএস মডিউলের হয়ে কাজ করত সে। এই মডিউলের বেশকিছু জঙ্গিকে ইতিমধ্যেই পুণে পুলিশ এবং NIA গ্রেফতার করেছে।


রিজওয়ান বারবার অবস্থান বদলানোর ফলে, তার নাগাল কিছুতেই পাচ্ছিল না এনআইএ এবং পুলিশ। তবে এবার সাফল্য এল। পুণে মডিউলের সঙ্গে আর কোনও জঙ্গি ভারতের রাজধানীতে আত্মগোপন করে আছে কি না, তা ধৃত জঙ্গিকে জেরা করে  জানার চেষ্টা করছেন তদন্তকারী-রা। 


এদিকে, ১৫ আগস্ট উপলক্ষে দিল্লিজুড়ে নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করেছে দিল্লি পুলিশ। রাজধানীতে বিভিন্ন জায়গায় আল-কায়দা এবং খালিস্তানি সংগঠনের সঙ্গে যুক্ত জঙ্গিদের পোস্টার লাগিয়ে তাদের সন্ধান করছে পুলিশ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad